শনিবার বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ট্রায়াল দিয়েছেন লন্ডন প্রবাসী স্প্রিন্টার ইমরানুর রহমান। লন্ডনে ইলেক্ট্রোনিক্স টাইমিংয়ে দৌঁড়ালেও ঢাকাতে হ্যান্ডটাইমিংয়েই ট্রায়াল দিতে হয় তাকে। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪০ সেকেন্ড এবং ৬০ মিটারে তিনি সময় নিয়েছেন ৬.৫০ সেকেন্ড। যেখানে লন্ডনে ১০০ মিটার স্প্রিন্টে ১০.২৭ সেকেন্ড এবং ৬০ মিটারে ৬.৬৮ সেকেন্ড। 

নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী ইমরান। সাফে ১০০ মিটারে বাংলাদেশের হয়ে স্বর্ণপদক জিততে চান তিনি, ‘নেপাল সাউথ এশিয়ান (এসএ) গেমসে ১০০ মিটার স্প্রিন্টে স্বর্ণজয়ী মালদ্বীপের সাঈদ হাসানের টাইমিং ছিল ১০.৪৯ সেকেন্ড। আর ঢাকায় হ্যান্ডটাইমিংয়ে আমার সময় লেগেছে ১০.৪০। নিয়মিত অনুশীলন করতে পারলে আশা করি দেশের হয়ে সাফে স্বর্ণপদক জিততে পারবো।’ তিনি যোগ করেন,‘আমার মা-বাবা বাংলাদেশি। আমিও জন্মসূত্রে বাংলাদেশি। তাই আমি লাল সবুজের হয়ে ট্র্যাকে লড়তে চাই।’ 

বিকেএসপির সাবেক পরিচালক ও ফেডারেশনের সহ-সভাপতি ফারুকুল ইসলাম বলেন, ‘ইমরানের ৬০ মিটার স্প্রিন্টের টাইমিং এশিয়ান পর্যায়ের হলেও ১০০ মিটারে কিছুটা পিছিয়ে রয়েছে। অনুশীলন করলে তার সময় আরও কমবে।’ 

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু বলেন, ‘ইমরান নিজের টাইমিংয়ে উন্নতি করতে পারলে আমরা তাকে এশিয়ান ইনডোর গেমস ও বিশ্ব ইনডোর গেমসে পাঠানোর চেষ্টা করবো। তাছাড়া অক্টোবরে জুনিয়রের পর ডিসেম্বরে অনুষ্ঠিত হবে সিনিয়র অ্যাথলেটিকস গেমস। সিনিয়র প্রতিযোগিতায় ইমরান খেলবে আশা করি।’ 

৫ অক্টোবর ঢাকায় আসা ইমরান মঙ্গলবার ফিরে যাবেন লন্ডনে। ডিসেম্বরে আসবেন সিনিয়র মিটে খেলতে।  


এজেড/এমএইচ