বাবা হারালেন ক্রীড়া সাংবাদিক জাহিদ চৌধুরী
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টিভির সিনিয়র স্পোর্টস রিপোর্টার জাহিদুর রহমান চৌধুরী ক্রীড়াঙ্গন ও গণমাধ্যমে অতি পরিচিত মুখ। আজ (মঙ্গলবার) ভোরে জাহিদ চৌধুরী তার বাবাকে হারিয়েছেন।
তার বাবা গিয়াস উদ্দিন চৌধুরী চাঁদপুরের নিজ বাসভবনে ইন্তেকাল করেন। গিয়াসউদ্দিন চৌধুরী কয়েক বছর যাবত বার্ধক্য ও নানা জটিলতায় ভুগছিলেন। ৭৬ বছর বয়সে স্ত্রী, চার সন্তান, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে দুনিয়া ত্যাগ করেছেন গিয়াসউদ্দিন।
বিজ্ঞাপন
বাদ আসর চৌধুরী বাড়ির বায়তুল হাফিজ জামে মসজিদ প্রাঙ্গণে গিয়াসউদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরশায়িত করা হবে। জাহিদ চৌধুরীর পিতার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ফুটবল ফেডারেশন, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন শোক ও সমবেদনা জানিয়েছে।
এজেড/এমএইচ
বিজ্ঞাপন