দিয়া ও রুবেলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
এশিয়ান আরচ্যারি চ্যাম্পিয়নশিপ-২০২১ এ রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ প্রথমবারের মতো ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে। বাংলাদেশ আরচ্যারি দলের এ সাফল্যে বাংলাদেশ আরচ্যারি দলের সকল খেলোয়াড় কোচ ও কর্মকর্তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। তিনি আশা প্রকাশ করেন, ফাইনালেও বাংলাদেশ ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
বাংলাদেশ দলের দিয়া সিদ্দিকী ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল সেমিফাইনালে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ন ম্যাচে শক্তিশালী ভারতকে হারিয়ে ফাইনালে অবতীর্ণ হয়েছে। মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ কোরিয়ার বিরুদ্ধে আগামী ১৯ নভেম্বর প্রতিদ্বন্দ্বিতা করবে। বাংলাদেশের আরচ্যারিতে দিয়া ও রুবেলের এই পারফরম্যান্স বিশেষ অর্জন।
বিজ্ঞাপন
এর আগে অবশ্য বাংলাদেশ রিকার্ভ দলগত ইভেন্টের ফাইনালের দোড়গোড়ায় পৌঁছেছিল। ভারতের সঙ্গে দুর্দান্ত লড়ে স্কোরে সমান হয়। শেষের তির কাছাকাছি থাকায় ভারত ফাইনাল খেলবে এই ইভেন্টে। তীর ২২তম এশিয়ান আরচ্যারী চ্যাম্পিয়নশিপের চতুর্থ দিনে আজ সকালে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ডের ১/৮ খেলায় বাংলাদেশ দল বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রাম কৃষ্ণ সাহা) ৬-০ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়। সেমি-ফাইনালে বাংলাদেশ প্রথম পর্যায়ে ৪-৪ সেটে ভারতের সঙ্গে ড্র করে। পরবর্তীতে দলের প্রত্যেকে ১টি তির ছুড়ে বাংলাদেশের স্কোর হয় ২৭ এবং ভারতের স্কোর হয় ২৭। উভয়ের স্কোর ২৭ হওয়ায় ভারতের দলীয় খেলোয়াড়দের তির লক্ষ্যের বেশি কাছাকাছি হওয়ায় ভারতকে জয়ী ঘোষণা করা হয়।
রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার) ৫-৩ সেটে উজবেকিস্তানকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়। সেমি-ফাইনালে বাংলাদেশ ৬-০ সেটে কোরিয়ার নিকট পরাজিত হয়।
কম্পাউন্ড মহিলা দলগত ইভেন্টে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ (শ্যামলী রায়, সুমা বিশ্বাস ও বন্যা আক্তার) ২২৬-২২৭ স্কোরে ইরানের নিকট পরাজিত হয়।
কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে এলিমিনেশন রাউন্ডে ১/৮ খেলায় বাংলাদেশ বাই পেয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ ২২৯-২২৮ স্কোরে ইরানকে পরাজিত করে সেমি-ফাইনালে উন্নীত হয়। সেমি-ফাইনালে বাংলাদেশ ০-৬ সেটে কোরিয়ার নিকট পরাজিত হয়।
বিজ্ঞাপন
এজেড/এনইউ