মঙ্গলবার নারায়ণগঞ্জে মুজিববর্ষ নৌকাবাইচ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে নারায়নগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজন করছে নৌকাবাইচ প্রতিযোগিতা। আগামীকাল মঙ্গলবার ধলেশ্বরী নদীর পূর্ব পাড়ে (এল.টি.টি জোন ডকইয়ার্ড ধর্মগঞ্জ হতে ডিক্রিরচর গুদারাঘাট পর্যন্ত) বেলা ২টায় অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতাটি উপলক্ষে আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে আয়োজকরা প্রতিযোগিতার বিভিন্ন তথ্য তুলে ধরেন। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ প্রতিযোগিতা সম্পর্কে বলেন, ‘নৌকাবাইচ নারায়ণগঞ্জ জেলার জনগনের মধ্যে উৎসাহ এবং বিনোদনের খোরাক যোগাবে।’
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক ফাতেমা তুল জান্নাত। তিনি এ প্রতিযোগিতা সম্পর্কে বলেন, ‘এবছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আমরা আয়োজন করতে যাচ্ছি নৌকাবাইচ এর মতো বড় একটি প্রতিযোগিতা। নারায়ণগঞ্জবাসীর জন্য আমাদের সেরা একটি আয়োজন হবে এটি।’
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এই সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার জার্সি উন্মোচন করেন। তিনি জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে শিরোপা ছাড়াও নগদ ৩ লাখ টাকা তুলে দেওয়া হবে। রানার্সআপ দল পাবে নগদ ২ লাখ টাকা, দ্বিতীয় রানার্স আপ দল পাবে শিরোপাসহ নগদ ১ লাখ টাকা।
বিজ্ঞাপন
আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় এই নৌকাবাইচে অংশ নেবে কাশীপুর ইউনিয়ন, বক্তাবলী ইউনিয়ন, ফতুল্লা ইউনিয়ন, এনায়েত নগর ইউনিয়ন, কুতুবপুর ইউনিয়ন, গোগনগর ইউনিয়ন, আলীরটেক ইউনিয়ন, নারায়ণগঞ্জ সদর এবং নারায়ণগঞ্জ জেলা।
এনইউ