শ্যুটিংয়ে জীবনসঙ্গী বেছে নিলেন বাকী
দেশের অন্যতম তারকা শ্যুটার আব্দুল্লাহ হেল বাকী জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন। গতকাল জামালপুরে আরেক শ্যুটার সাফারিয়া আক্তারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কমনওয়েলথ গেমসে পদকজয়ী এই বাকী।
তার স্ত্রীও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন। একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও সময়ের ব্যবধান হওয়ায় দুই জনের মধ্যে পরিচয় হয়েছে শ্যুটিং রেঞ্জে। বিকেএসপি ছেড়ে আসার পর সাফারিয়া শ্যুটিংয়ের সঙ্গে আছেন। এ বছর বাংলাদেশ গেমসেও খেলেছেন।
বিজ্ঞাপন
দুই জনের মধ্যে চেনা পরিচয় থাকলেও বিবাহ পারিবারিকভাবেই হয়েছে, ‘যেহেতু শ্যুটিং করি একজন আরেকজনকে চিনতাম। তবে সেই অর্থে সম্পর্ক ছিল না। পারিবারিকভাবেই সব কিছু হয়েছে।’ বলেন বাকী।
দেশের শ্যুটিংয়ের ভার বইতে বইতে নিজের জীবনের দ্বিতীয় রাউন্ড কিছুটা দেরিতে শুরু করলেন এই তারকা শুটার। বিকেএসপিতে বাকীর ব্যাচমেট ক্রিকেটার মুশফিকসহ আরো অনেকে আগেই বিয়ে করেছেন। শ্যুটিং অঙ্গনে বাকীর অনুজ শাকিল, মুন্নারা বিয়ের পিড়িতে বসেছেন আগেই। বাকীর দেরি করা নিয়ে শ্যুটিং অঙ্গনে খুনসুঁটি হয়েছে অনেক।
বিজ্ঞাপন
বাকীর বিয়েতে জামালপুর গিয়েছিলেন শ্যুটিংয়ের অনেকেই। বাকীর বিয়েতে অংশ নিয়ে বেশ তৃপ্ত শাকিল ও রত্না, ‘বাকীর বিয়ে নিয়ে আমরা সবাই আলোচনা করতাম। বাকী শ্যুটিংয়ের দিকে বেশি মনোযোগী ছিল। বাকীর পরবর্তী জীবন সুখী হোক সেই কামনা করি।’
বাকী জামালপুরে বিয়ে করে স্ত্রী নিয়ে নিজ জেলা গাজীপুরে এসেছেন। আজ (মঙ্গলবার) বাকীর বৌভাত অনুষ্ঠান। কিছুদিন পর ঢাকায় একটি অনুষ্ঠান করবেন, ‘জামালপুর ও গাজীপুরে একদম ঘরোয়া ও শ্যুটিংয়ের কয়েকজন নিয়ে অনুষ্ঠান হয়েছে। ঢাকায় ক্রীড়াঙ্গনের আরো অনেককে নিয়ে অনুষ্ঠান করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এজেড/এমএইচ/এটি