খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার উল্লাস। অন্য দিকে বাংলাদেশ শিবিরে পিনপতন নিরবতা। বাংলাদেশের অধিনায়ক হরশিত বিশ্বাসের হতাশা একটু বেশিই। 

বাংলাদেশের অধিনায়ক ফাইনাল এভাবে হারায় হতাশা প্রকাশ করে বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ম্যাচটি অন্তত পঞ্চম সেটে নিয়ে যাওয়া। কিন্তু ম্যাচটি তিন সেটেই হেরে গেলাম।’ 

বাংলাদেশ প্রথমার্ধে দারুণ লড়েছিল। প্রথম সেটটি জিততে পারলে ম্যাচের চিত্র ভিন্ন হতে পারতো বলে মনে করেন অধিনায়ক, ‘প্রথম সেটটি আমাদের জেতা উচিত ছিল। প্রথম সেটটি জিততে না পারার পেছনে কিছু ভুল ছিল।’ 

ভুল হওয়ার পেছনে কারণও ব্যাখ্যা দিয়েছেন অধিনায়ক, ‘আমরা মাত্র এক মাস অনুশীলন করেছি। আমাদের দলে অনেক খেলোয়াড় অনভিজ্ঞ। তাদের জন্য ফাইনাল ও এই দর্শক কিছুটা চাপের। সেই চাপ থেকে তারা ভুল করেছে। তাছাড়া শ্রীলঙ্কা আমাদের চেয়ে অনেক এগিয়ে।’

টুর্নামেন্ট শেষে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন চ্যালেঞ্জ কাপে জয়ীদের পুরস্কার প্রদান করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র ও ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা জাহাঙ্গীর কবির নানক সহ আরো অনেকে। 

এজেড/এনইউ