এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে শিরোপা জিততে পারেননি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, হয়েছেন রানার আপ। তবু এবারের চ্যাম্পিয়নশিপ শেষে জিয়ার ঠোঁটে তৃপ্তির হাসি। ছেলে তাহসিন তাজওয়ার যে এই চ্যাম্পিয়নশিপের মধ্য দিয়েই ফিদে মাস্টার হচ্ছেন! 

ফিদের নিয়ম অনুযায়ী চ্যাম্পিয়নশিপ চলাকালে ক্যান্ডিডেট মাস্টারের রেটিং ২৩০০ ছুঁয়ে ফেললে ফিদে মাস্টার হওয়া যায়। বাংলাদেশ দাবা ফেডারেশনের আন্তর্জাতিক আরবিটার হারুনুর রশিদ তাহসিনের ফিদে মাস্টার হওয়ার ব্যাপারে বলেন, ‘তাহসিন ফিদে মাস্টার হবে। ২৩০০ রেটিং অতিক্রম করায় দাবা ফেডারেশন তার নাম ফিদের কাছে পাঠাবে। ফিদে পর্যালোচনা করে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।’

ফিদে মাস্টার হয়ে বেশ খুশি তাহসিন, ‘গ্র্যান্ডমাস্টার থেকে আর দুই ধাপ দূরে আছি। আগামী তিন বছরের মধ্যে গ্র্যান্ডমাস্টার হতে চাই।’ 

ফিদে মাস্টার হওয়ার পর আইএম নর্ম অর্জন করতে হবে। আইএম হওয়ার পর তিনটি জিএম নর্ম নিতে হবে তাহসিনকে। কয়েকটি ধাপ থাকলেও তাহসিনের বাবা দেশের দ্বিতীয় গ্র্যান্ডামাস্টার জিয়াউর রহমান সন্তানের এই প্রত্যাশাকে বাস্তবিক হিসেবেই দেখছেন, ‘ফিদে মাস্টার থেকে তিন বছরের মধ্যে গ্র্যান্ডমাস্টার হওয়া সম্ভব। এজন্য দেশে বিদেশে অনেক প্রতিযোগিতায় অংশ নিতে হবে।’ 

জিয়ার স্ত্রী তাসমিন সুলতানা লাবণ্য ছেলেকে সুপার জিএম হিসেবে দেখতে চান, ‘ইচ্ছে ছিল জিয়া সুপার জিএম হবে। এখন স্বপ্ন দেখি ছেলে তাহসিনকে নিয়ে। আশা করি সে আমাদের স্বপ্ন পূরণে সক্ষম হবে।’ 

এবারের চ্যাম্পিয়নশিপে তাহসিন সাত পয়েন্ট অর্জন করেছেন। সাত পয়েন্টের মধ্যে বাবার সঙ্গে ড্রও রয়েছে। এই প্রসঙ্গে গ্র্যান্ডমাস্টার জিয়া বলেন, ‘এবারের চ্যাম্পিয়নশিপ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। অনেক জিএম তরুণদের কাছে পয়েন্ট হারিয়েছে। এটা একটা ভালো দিক।’

এজেড/এনইউ