ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।  আন্তঃ ক্রীড়া প্রতিযোগিতায়  থাকছে দেশের জনপ্রিয় দুই খেলা ফুটবল ও ক্রিকেট। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩টি মাঠে ৬৩ ফুটবল দল ও ৬৪টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে। 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস বলেন, 'আমাদের আইনের মধ্যে রয়েছে ক্রীড়া ও সংস্কৃতি আয়োজন। আমরা এবার উদ্যোগ নিয়েছি৷ এ বছর শুধু দুটি খেলা হলেও পরের বছর বাস্কেটবল, ব্যাডমিন্টন ও কাবাডিও হবে। প্রতি বছর আমরা এই আয়োজন করব।'

এই ক্রীড়া আয়োজন থেকে জাতীয় খেলোয়াড় পাওয়ার আশা মেয়রের, 'ঢাকার ছেলেরা মাদক ও অসামাজিক কাজ থেকে দূরে থেকে খেলাধুলার সাথে যুক্ত থাকবে। আমাদের এই প্রতিযোগিতা থেকে ভবিষ্যতে সাকিব, মাশরাফি, সালাউদ্দিন, আসলাম উঠে আসবে সেই প্রত্যাশা করি। যারা যে ওয়ার্ডের ভোটার তারা ওই ওয়ার্ডের হয়ে খেলবেন। সবাই তরুণ ও নতুন খেলোয়াড়।'

সংবাদ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, 'পুরো ঢাকা একটা ক্রীড়া উৎসবে রূপ নেবে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এমন উদ্যোগের জন্য সিটি করপোরেশনকে ধন্যবাদ। বাফুফে সিটি করপোরেশনের পাশে রয়েছে।'

১০ ফেব্রুয়ারি ও ১৫ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান হবে।  ফুটবল ও ক্রিকেট উভয় ডিসিপ্লিনের চ্যাম্পিয়ন ও রানার্সআপ পাবেন ৫ লাখ ও ৩ লাখ টাকা। ফুটবল ও ক্রিকেট উভয় টুর্নামেন্ট নক আউট ভিত্তিতে হবে। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, বাসাবো বালুর মাঠ, বাসাবো আলাউদ্দিন মাঠ, ব্রাদার্স মাঠ অন্যতম ভেন্যু। এই প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে মধুমতি ব্যাংক ও ওরিয়ন গ্রুপ।

এজেড/এটি/এনইউ