সম্প্রতি মালদ্বীপের যুব ও ক্রীড়া মন্ত্রী আহমেদ মাহফুল বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আমন্ত্রণে সংক্ষিপ্ত এ সফরে তিনি বাংলাদেশের কয়েকটি ফেডারেশনে পরির্দশন করেন। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন তিনি। সেই সাক্ষাতে দুই দেশের ভলিবল নিয়ে আলোচনা হয়। এরই প্রেক্ষিতে বাংলাদেশ ভলিবল দল আগামীকাল সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সযোগে মালের উদ্দেশ্যে রওনা হবে।

১৬ সদস্যের বাংলাদেশ দল মালে সফর করবে। ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশ দল কয়েকটি প্রদর্শনী ম্যাচ খেলবে। ১৩ ফেব্রুয়ারি জাবিররা দেশে ফিরে আসবেন।

ভলিবল ছাড়াও টেবিল টেনিস, শ্যুটিং, হ্যান্ডবল ফেডারেশনের সাথে মালদ্বীপের দ্বিপাক্ষিক সফর নিয়ে আলোচনা হয়েছিল মাহলুফের সফরের সময়। অন্য ডিসিপ্লিনগুলোর আগে ভলিবল মালদ্বীপ সফর করছে। সামনে অন্য ডিসিপ্লিনও করবে বলে জানা গেছে। 

এজেড/এমএইচ