কাজাখস্তানের আস্তানা তাসখন্দে চলছে এশিয়ান ইনেডার চ্যাম্পিয়নশিপ। ৬০ মিটার নারী স্প্রিন্টে আজ অংশ নিয়েছিলেন শিরিন আক্তার। ৭.৯৩ সেকেন্ড টাইমিং করেছেন বাংলাদেশের দ্রুততম মানবী।

৬০ মিটার স্প্রিন্টে তিনটি হিট হয়েছে। শিরিন দুই নম্বর হিটে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দুই নম্বর হিটে শিরিন সাত জনের মধ্যে সপ্তম হয়েছেন। শিরিনের হিট থেকে দুই জন অ্যাথলেট পরবর্তী পর্বের জন্য কোয়ালিফাই করেছেন। দুই জনের টাইমিং যথাক্রমে ৭.৪১ ও ৭.৪২। 

উজবেকিস্তান থেকে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, ‘শিরিনের আগের টাইমিং ছিল ৮ প্লাস। সেটা কমে এবার সে ৭.৯৩ করেছে। সেরা টাইমিং করেও হিটে সপ্তম হয়েছে।’
 
আগামীকাল বাংলাদেশর দ্রুততম মানব ইমরানুর রহমান অংশ নেবেন। ইমরানুর রহমানও শিরিনের মতো দুই নম্বর হিটে খেলবেন। ইমরান ইনডোরে অবশ্য ভালো পারফরম্যান্স করেন। 

এজেড/এনইআর