রজার ফেদেরার/এএফপি

বয়স ৩৯ বছর ছুঁয়ে গেছে। যদি এটাও যথেষ্ট না হয়, তাহলে বলা যেতে পারে তার দুটো হাঁটুর চোটের কথা। যা থেকে সেরে এসে ফরাসি ওপেনে খেললেন প্রায় সাড়ে তিন ঘণ্টার মহাকাব্যিক এক ম্যাচ। এমন কিছু এ বয়সে, চোট থেকে ফেরার পর কঠিন কিছুই। আর তাই ফরাসি ওপেনের শেষ ষোলয় উঠে গিয়েও নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী। 

হাঁটুর জোড়া চোট কাটিয়ে কোর্টে ফেরার পর শনিবার রাতে মাত্র তার ষষ্ঠ ম্যাচটা খেলতে নেমেছিলেন ফেদেরার। ডমিনিক কোপফেরের বিপক্ষে সেই ম্যাচটাই কিনা গেল সাড়ে তিন ঘণ্টায়। যদিও জিতেছেন ৭-৬, ৬-৭, ৭-৬, ৭-৫ গেমে।    

প্রতিযোগিতার অষ্টম বাছাই ফেদেরার ২০২০ জানুয়ারির পর এ নিয়ে মাত্র তৃতীয় গ্র্যান্ড স্ল্যামটা খেলছেন। লাল মাটির রোলাঁ গারোঁয় ক্যারিয়ারের স্বর্ণ সময়েও বেশ ভুগেছেন ফেদেরার, ক্যারিয়ার সায়াহ্নে এসে, চোট নিয়ে খেললে যে ভোগান্তিটা বাড়বে তা বলাই বাহুল্য। আর তাই ফেদেরার ভাবছেন টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার কথা। তিনি বলেন, ‘আমরা এই ধরনের ম্যাচ জিতে গেলে ভালোভাবে বিষয়টা বিশ্লেষণ করি। এরপর কী আছে তা নিয়ে ভাবি।’

তার ওপর সামনেই আছে উইম্বলডন। অল ইংল্যান্ড ক্লাবের ঘাসের কোর্টেই বরং তার সম্ভাবনাটা বেশি। সে কারণেই ফেদেরারের ভাবনাটা আসছে বেশ জোরেশোরেই। ফেডেক্সের কথা, ‘রোববারেও এ নিয়ে ভাববো আমরা। কারণ খেলা চালিয়ে যাব? এই মুহূর্তে এটা ঝুঁকিপূর্ণ কিনা? নাকি একটা নিখুঁত বিশ্রাম দরকার, এ নিয়ে সিদ্ধান্তে আসতে হবে আমাদের।’

এনইউ/এটি