গুঞ্জনটা চলছিল আগে থেকেই। এবার সেটিই সত্যি হলো। ফ্রেঞ্চ ওপেন থেকে সরে গিয়েছেন রজার ফেদার। কারণটা অবশ্য হাঁটুর চোট। রোববার আনুষ্ঠানিকভাবে ফ্রেঞ্চ ওপেন থেকে নিজের নাম সরিয়ে নেওয়ার কথা নিজেই জানান ফেদেরার।

শনিবার রাতে জার্মানির ডমিনিক কোয়েপফারকে ৭-৬ (৭-৫), ৬-৭ (৩-৭), ৭-৬ (৭-৪), ৭-৫ গেমে হারিয়ে চতুর্থ রাউন্ডে উঠলেও নিজের খেলায় পুরনো ছন্দ খুঁজে পাচ্ছিলেন না তিনি। তাই শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে নিজের নাম সিরয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ২০টি গ্র্যান্ড স্ল্যামের মালিক।

তিনি বলেন, ‘এই চোট নিয়ে এই সময় খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলাম।’

৩৯ বছর বয়সী ফেদেরারের সোমবার শেষ ষোলোতে মাত্তেও বেরেত্তিনির মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু ম্যাচটি খেলবেন না তিনি। বিশ্রাম নেওয়ার উপযুক্ত হিসেবে এই সময়টিকেই বেছে নিয়েছ্নে ফেদারার।

এমএইচ