মা হয়েছেন ২০১৮ সালে। বয়সটাও ছাড়িয়েছে ৩৪। কিন্তু এখনো কোর্টে নামলে সেই পুরনো সানিয়া মির্জারই দেখে মেলে। উইম্বলডনের ঘাসের কোর্টে নেমে বৃহস্পতিবার ফের বুঝিয়ে দিলেন তিনি এখনো ফুরিয়ে যাননি। ডাবলসের প্রথম ম্যাচ জিতে উইম্বলডন মিশন শুরু হল ভারতীয় টেনিস তারকার।

সানিয়া তার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গী বিথ্যানি ম্যাটেন স্যান্ডসকে নিয়ে হারান ডিজারি ক্রজিক ও অ্যালেক্সা গুয়ারাচি জুটিকে। ম্যাচটা জিতেন ৭-৫, ৬-৩ গেমে। পুত্রসন্তানের জন্মের পর এবারই প্রথম ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে খেলতে নামলেন এই গ্ল্যামার গার্ল।

সামনে টোকিওতে চতুর্থবারের জন্য অলিম্পিকে খেলতে নামবেন সানিয়া। সেই মিশনের আগে উইম্বলডনে ঝড় তুলতে তৈরি ৬ বারের গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী এই তারকা। আগের তিনবারের মতো ফের ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন সানিয়া। টোকিওতে অলিম্পিকের কোর্টে নামলেই বিরল এক রেকর্ডের সাক্ষী হবেন তিনি। ভারতীয় নারী হিসেবে প্রথমবারের মতো চারটি অলিম্পিকে খেলার কীর্তি গড়বেন।

এদিকে উইম্বলডন মেয়েদের এককে সেরেনা উইলিয়ামস বিদায় নেওয়ার একদিন পরই বিদায় নিলেন তার বোন ভেনাস উইলিয়ামসও। ৪১ বছরের ভেনাস নিজের ৯০তম গ্র্যান্ড স্ল্যাম খেলতে হার মানলেন। তাকে চমকে দেন তিউনিশিয়ার ওন্স জাবেউর। ভেনাস ম্যাটি হারেন ৫-৭, ০-৬ গেমে।

এটি