পুরো বছরের জন্য খেলা থেকে বিরতি নিয়েছেন টেনিস তারকা রাফায়েল নাদাল। ক্যারিয়ারকে আরও লম্বা করতে ও পুরোপুরি চোট মুক্ত হতে এই সাময়িক বিরতির সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নাদাল নিজেই জানিয়েছেন এমন খবর।

উইম্বলডন ও টোকিও অলিম্পিক থেকেও সরে দাঁড়িয়েছিলেন এই স্প্যানিশ টেনিস তারকা। পুর্নবাসন প্রক্রিয়া ঠিকমতো এগিয়ে না যাওয়াতেই চলতি বছর টেনিস থেকে বিরতিতে যাচ্ছেন তিনি। সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন সমর্থকদেরও।

তিনি বলেছেন, ‘আমি আপনাদেরকে জানাতে চাই, দুর্ভাগ্যজনকভাবে ২০২১ সালে আমার আর খেলা হচ্ছে না। এক বছর আমার পা নিয়ে যেমন কষ্ট করতে হতো, সত্যি বলতে তার চেয়ে আরও অনেক বেশি কষ্ট পাচ্ছি। আমি সুস্থ হতে যতটা সম্ভব কঠোর পরিশ্রম করে যাচ্ছি।’ 

নাদাল আরও বলেছেন, ‘আপনাদের সমর্থন ও ভালোবাসার জন্য অগ্রিম ধন্যবাদ। এই কঠিন সময়ে এটা খুব গুরুত্বপূর্ণ ও আরও বেশি দরকার। আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি এই খেলাটি আরও কিছুদিন উপভোগ করার জন্য কঠোর পরিশ্রম করে যাব।’

এমএইচ