গেল সপ্তাহে অস্ট্রেলিয়ার ভিসা নিয়ে কম ঝক্কি পোহাতে হয়নি নোভাক জকোভিচকে। অস্ট্রেলিয়া ভিসা বাতিল করেছিল, শেষমেশ আপিল করে কোর্টের রায়ে তাসমান সাগরপাড়ের দেশটিতে থাকার অনুমতি পেয়েছিলেন তিনি। সেই ঘটনার পর এবার আবারও  অস্ট্রেলিয়া সরকার বিশ্বের শীর্ষ এই টেনিস তারকার ভিসা বাতিল করেছে। এবার খোদ দেশটির অভিবাসন মন্ত্রী হস্তক্ষেপ করেছেন এই ক্ষেত্রে। 

বিবিসি জানাচ্ছে, অস্ট্রেলিয়ার অভিবাসন মন্ত্রী অ্যালেক্স হক তার ক্ষমতাবলে জকোভিচের অস্ট্রেলিয়ান ভিসা বাতিল করেছেন। গেল সপ্তাহে আদালতের রায়ে এই ভিসা পেয়েছিলেন তিনি। যার কারণে করোনাভাইরাসের টিকা না নিয়েও অস্ট্রেলিয়ান মুল্লুকে অবস্থানের সুযোগ মিলেছিল তার। আজ মন্ত্রীর হস্তক্ষেপে সে সুযোগ হারালেন তিনি। এ সিদ্ধান্তের ফলে আবার জোকারকে অস্ট্রেলিয়া থেকে তাড়ানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছে বিবিসি। 

৩৪ বছর বয়সী এই টেনিস তারকার থাকার সম্ভাবনা অবশ্য একেবারে শেষ হয়ে যাচ্ছে না। সেক্ষেত্রে আবারও আদালতপাড়ায় যেতে হবে তাকে। আপিল করার সুযোগটা যে আছে এখনো।