ফাইল ছবি

সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ তাই এ মুহূর্তে পড়াশোনা করার জন্য শিক্ষার্থীরা তোমরা কীভাবে লেখাপড়া করবে তার কিছু টিপস নিচে দেয়া হলো- 

শেষ মুহূর্তের স্টাডি টিপস

১. প্রশ্নের উত্তর পড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন না দেখে লেখার অভ্যাস করবে এবং বইয়ের উত্তরের সঙ্গে তা মিলিয়ে নেবে। এতে বিষয়বস্তুটি তোমার ভালো করে মনে থাকবে।

২. প্রতিদিনের পড়ালেখা ধৈর্য সহকারে চালিয়ে যাও।

৩. উদাহরণ ও অনুশীলনীর প্রশ্নগুলো নিয়মিত পড়বে। দেখবে প্রায় সব প্রশ্নের উত্তর তোমার আয়ত্বে এসে গেছে।

এ মুহূর্তে মানসিক ও শারীরিক প্রস্তুতি নেয়াও জরুরি 

১. যেকোনো পরীক্ষাই ছাত্র-ছাত্রীদের মনে বাড়তি মানসিক চাপ সৃষ্টি করে। এজন্য তোমাদের পড়ালেখার মাঝে একটু বিশ্রাম নেয়া উচিত। পরীক্ষা ভীতি ও প্রশ্ন কমন না পড়া ইত্যাদি বিষয়গুলো মনে স্থান না দিয়ে আত্মবিশ্বাস নিয়ে নিয়মিত পড়াশোনা করে যাও, দেখবে সফলকাম হবেই।

২.পরীক্ষা শুরুর আগ মুহূর্তে অনেক ছাত্রছাত্রী অত্যধিকরাত জেগে পড়ার কারণে কিংবা মানসিক চাপ,পরীক্ষা ভীতি, অনিদ্রা, ক্লান্তি ও অস্থিরতার কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। সেজন্য তোমরা বেশি রাত জেগে পড়াশোনা করবে না এবং নিয়মিত ঘুম, খাওয়া-দাওয়া করবে।

এমকে