ফাইল ছবি

প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান দ্বিতীয় প্রত্রের ‘প্রথম অধ্যায় : অব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব’ থেকে আরো ১০টি বহুনির্বাচনি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। পাঠ্যবই দেখে নিজে নিজে সংশ্লিষ্ট অধ্যায়ের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর তৈরি করে নিয়মিত অনুশীলন করবে। তাহলে এতে বেশি নম্বর পাবে। 

১১৯. নিচের কোন প্রতিষ্ঠান আইনসম্মতভাবে মুনাফা অর্জনের জন্য প্রতিষ্ঠিত নয়?

i. হাসপাতাল ii. উত্তরা ব্যাংক লি. iii. রেডক্রিসেন্ট

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii

১২০. অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূলধন জাতীয় আয়সমূহ হিসাবভুক্ত হয়-

i. প্রাপ্তি ও প্রদান হিসাবের ডেবিট পাশে ii. আয়-ব্যয় হিসাবের ক্রেডিট পাশে iii. উদ্বৃত্তপত্রের দায়ের পাশে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১২১. অমুনাফাভোগী অ-ব্যবসায়ী প্রতিষ্ঠানে-

i. সেবা দান করে ii. মালিক থাকে না iii. শেয়ার থাকে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১২২. অব্যবসায়ী প্রতিষ্ঠানের ক্ষেত্রে-             

i. মুনাফা জাতীয় প্রাপ্তি ও প্রদানসমূহ প্রাপ্তি প্রদান হিসাবে লিপিবদ্ধ করা হয় ii. মূলধন জাতীয় প্রাপ্তি ও প্রদানসমূহ উদ্বৃত্তপত্রে দেখানো হয় iii. বিগত বছরের সমাপনী সম্পত্তি ও দায়ের পার্থক্যকে চলতি বছরের প্রারম্ভিক মূলধন তহবিল বলে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii

১২৩. আয়-ব্যয় হিসাব প্রকাশ করে-              

i. ডেবিট উদ্বৃত্ত ii. ক্রেডিট উদ্বৃত্ত iii. শূন্য উদ্বৃত্ত

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১২৪. প্রাপ্তি প্রদান হিসাবে ভাড়া ৬০,০০০ টাকা এবং বছরের শেষ পর্যন্ত ভাড়া ১৪ অংশ বকেয়া থাকলে মোট ভাড়ার পরিমাণ কত?

i. ৮০,০০০ টাকা ii. ১,২০,০০০ টাকা iii. ১,৫০,০০০ টাকা

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) i ও ii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১২৫. অব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়ের উৎস হচ্ছে-     

i. আজীবন সভ্যের চাঁদা ii. সরকারি অনুদান iii. সদস্যদের চাঁদা

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১২৬.   প্রাপ্তি-প্রদান হিসাবের সমাপনী জের দিয়ে বুঝায়-     

i. হাতে নগদের উদ্বৃত্ত ii. ব্যাংক জমার উদ্বৃত্ত iii. আয় বা ক্ষতি

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii  (খ) ii ও iii (গ) i ও iii  (ঘ) i, ii ও iii

১২৭. মূলধনজাতীয় প্রাপ্তি অন্তর্ভুক্ত হয়-      

i. প্রাপ্তি ও প্রদান হিসাবে ii. আয়-ব্যয় হিসাবে iii. উদ্বৃত্তপত্রে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii  (গ) i ও iii (ঘ) i, ii ও iii

১২৮.   অব্যবসায়ী প্রতিষ্ঠানে মূলধন তহবিল নির্ণয়ে দরকার হবে-

i. সম্পত্তি ii. দায় iii. ব্যয়

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) ii ও iii (গ) i ও iii (ঘ) i, ii ও iii

উত্তর : ১১৯. গ, ১২০. খ, ১২১. ক, ১২২. ঘ, ১২৩. ক, ১২৪. ক, ১২৫. ঘ, ১২৬. ক, ১২৭. ক, ১২৮. ক।

এমকে