ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণির শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘কবিতা : মানবধর্ম’ থেকে আরো ১২টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি প্রশ্নে পূর্ণ নম্বর পেতে সংশ্লিষ্ট প্রবন্ধের প্রতিটি লাইন বারবার বুঝে পড়বে ও গুরুত্বপূর্ণ তথ্য নোট করে রাখবে।

১৩. কোথায় লালন শাহ্’র মৃত্যু হয়?

(ক) কুষ্টিয়ার ছেউরিয়ায় (খ) ফরিদপুরের তাম্বুলখানায় (গ) যশোরের সাগরদাড়িতে (ঘ) কুষ্টিয়ার শিলাইদহে

১৪. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত?

(ক) সামাজিক পরিচয় (খ) ধর্মীয় পরিচয় (গ) মানুষ পরিচয় (ঘ) পেশার পরিচয়

১৫. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর-

i. জাতের বড়াই ii. কূপের জল iii. বংশ কৌলিন্য 

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

উদ্দীপকটি পড়ে ১৬ ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও :

লালন শাহ্ রচিত গানটি ‘মানবধর্ম’ শিরোনামে গৃহীত হয়েছে। শিরোনামটির মর্মার্থ নিচের কোন পঙক্তিতে প্রকাশ পেয়েছে?

১৬. () এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো!

(খ) শুন হে মানুষ ভাই

সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই

(গ) কালো আর ধলো বাহিরে কেবল

ভিতরে সবার সমান রাঙা

(ঘ) পথশিশু, নরশিশু, দিদি মাঝে পড়ে

দোঁহারে বাঁধিয়া দিল পরিচয় ডোরে

১৭. উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহ্’র-

i. ধর্মের প্রতি অবিশ্বাস ii. অসাম্প্রদায়িক চেতনা iii. মানবতাবোধ

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১৮. লালন শাহ্ কার শিষ্য ছিলেন?

(ক) ফকির সাঁই (খ) সিরাজ সাঁই (গ) সাধক সাঁই (ঘ) মরমি সাঁই

১৯. গলায় মালা পরে কারা?

(ক) হিন্দু (খ) বৌদ্ধ (গ) মুসলমান (ঘ) খ্রিস্টান

২০. যাওয়া কিংবা আসার বেলায় জেতের কী রয় না?

(ক) আকার (খ) চিহ্ন (গ) স্বরূপ (ঘ) গর্ব

২১. লালন শাহের কোন জিনিসটি নিয়ে মতান্তর আছে?

(ক) জন্ম (খ) মৃত্যু (গ) ধর্ম (ঘ) বর্ণ

২২. ‘জেতের’ শব্দের অর্থ কী?

(ক) জাত বেজাতের (খ) জাতের (গ) জাতীয়তা (ঘ) জাতীয় স্বপ্ন

২৩. ধর্মীয়শাস্ত্র থেকে অর্জিত বিশেষ জ্ঞানের সঙ্গে নিজের অভিজ্ঞতা উপলব্ধির মিলনে লালন শাহ্ নতুন কী প্রচার করেন?

(ক) দর্শন (খ) সাধন (গ) মানবতা (ঘ) চিন্তা

২৪. লালন শাহ্ কীরূপ মরমি কবি?

(ক) সাম্প্রদায়িক (খ) মানবতাবাদী (গ) ধর্ম, গোত্রে বিশ্বাসী (ঘ) দর্শনশাস্ত্রীয়

উত্তর : ১৩. ক, ১৪. গ, ১৫. খ, ১৬. খ, ১৭. গ, ১৮. ক, ১৯. গ, ২০. খ, ২১. ক, ২২. খ, ২৩. ক, ২৪. খ।

এমকে