ফাইল ছবি

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বাংলা প্রথম পত্রের বহুনির্বাচনি  প্রশ্নের উত্তরে ভালো করতে হলে পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট গল্প, কবিতা বারবার বুঝে পড়বে।এ ছাড়া সংশ্লিষ্ট গল্প, কবিতার শব্দার্থ ও টীকা,পাঠের উদ্দেশ্য, পাঠ-পরিচিতি, লেখক-পরিচিতি গুরুত্ব দিয়ে পড়বে। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের গল্প : অতিথির স্মৃতি’ থেকে আরো ১৫টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। 

২৬। `বেরিবেরির আসামি'- এর `বেরিবেরি' শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?

(ক) মুখফোলা (খ) পায়ে রিং লাগানো (গ) হাত ফোলা (ঘ) পা ফোলা

২৭। হাত-পা ফুলে যাওয়া রোগের সাথে কোন শব্দটির সম্পর্কে অভিন্ন?

(ক) বেরিবেরি (খ) পাণ্ডর (গ) কুঞ্জ (ঘ) ভজন

২৮। `অতিথির স্মৃতি' গল্পটি পাঠের মধ্যে দিয়ে মানবেতর প্রাণীর প্রতি শিক্ষার্থীর মনে কোন ধরনের বৈশিষ্ট্যের জাগরণ ঘটতে পারে?

(ক) অসহনশীল (খ) অনুভূতিশীল (গ) অসহ্য (ঘ) সহানুভূতি

২৯। `অতিথির স্মৃতি' গল্পের মূলভাবের সাথে কে বেশি সম্পর্কযুক্ত?

(ক) বেনে-বৌ (খ) বামুনঠাকুর (গ) মালিনী (ঘ) কুকুর

৩০। `অতিথির স্মৃতি' গল্পে জীবের প্রতি মানুষের কী ফুটে উঠেছে?

(ক) মমতা (খ) নির্মমতা (গ) নিষ্ঠুরতা (ঘ) মহিমা

৩১। `অতিথির স্মৃতি' গল্পে লেখক ছাড়া অন্যান্যদের অতিথির প্রতি কী ফুটে উঠেছে?

(ক) ঘৃণা ও অবহেলা            (খ) অযত্ন ও অবহেলা

(গ) সহানুভূতি ও ভালোবাসা (ঘ) অসহযোগিতা ও অবহেলা

৩২। `অতিথির স্মৃতি' গল্পটি কোন দৃষ্টিকোণে লেখা?

(ক) উত্তর পুরুষের (খ) সর্বজ্ঞ (গ) প্রান্তিক চরিত্রের (ঘ) পার্শ্বিক চরিত্রের

৩৩। `অতিথির স্মৃতি' গল্পের কাঠামোতে প্রধান চরিত্রের পরিচয় পাওয়া যায় কার মধ্যে ?

(ক) মালিনীর মধ্যে      (খ) কুকুরের মধ্যে (গ) হলদে পাখির মধ্যে (ঘ) বেনে-বৌর মধ্যে

৩৪। `অতিথির স্মৃতি' গল্পটি ছাত্রছাত্রীদের পাঠের প্রধান উদ্দেশ্য কী?

(ক) প্রাণীর প্রতি সদ্ব্যবহার (খ) প্রাণীর প্রতি সনানুভূতি জাগানো

(গ) প্রাণীর প্রতি আনুগত্য (ঘ) প্রাণীর প্রতি বিদ্বেষ না জাগানো

৩৫। `সে দূরে দাঁড়িয়ে ল্যাজ নাড়ছে'- এখানে `ল্যাজ নাড়ানো' অর্থ বহন করে-

i. সম্মতি ii. অসম্মতি iii. রাজি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii  

৩৬। লেখক অতিথির সঙ্গে মালি, মালি-বৌ চাকরের মধ্যে বৈসাদৃশ্য দেখা যায়-

i . নিষ্ঠুরতার জন্য ii. নির্মমতার জন্য iii. সহানুভূতির জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii 

নিচের উদ্দীপকটি পড়ে  ৩৭ ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও:

গলির দোকানের মোড়ে প্রায়ই একটা যুবক ঘোরাঘুরি করে। মাঝে

মাঝে তার আচরণ অনেকটা সন্দেহজনক হয়। কারণ এদেশে

পাচারকারীর অভাব নেই। পাচারকারীরা অবৈধ জিনিস পাচার তো

করেই আরও করে শিশু ও নারী পাচার।

৩৭। `অতিথির স্মৃতি' গল্পের সঙ্গে আলোচ্য উদ্দীপকে ব্যবহৃত `পাচারকারী' শব্দটি নিচের যে বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ তা হলো-

i . চোর ii. ব্যাধ iii. ডাকাত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৩৮। উদ্দীপকের আলোকে `অতিথির স্মৃতি' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে?

(ক) পশুপাখির প্রীতি (খ) মানব প্রীতি (গ) প্রকৃতির মুগ্ধতা (ঘ) দেশাত্মবোধ

নিচের উদ্দীপকটি পড়ে  ৩৯ ৪০ নম্বর প্রশ্নের উত্তর দাও :

বর্গাচাষি জমির মিঞা অন্যের মাঠে কাজ করে জীবিকা নির্বাহ করে। তার দুটি বলদ আছে। জমির মিঞা অত্যন্ত গরিব, তাই সে বলদগুলোকে ভালো খেতে দিতে পারে না, পারে না কোনো ঘরে রাখতে। সে বলদ দুটির অবস্থা বিবেচনা করে নিভৃতে চোখের জল ফেলে।

৩৯। উদ্দীপকের চরিত্রদ্বয়ের সঙ্গে `অতিথির স্মৃতি' গল্পের যে চরিত্রদ্বয়ের মিল আছে-

i . লেখক ii. মালি iii. অতিথি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৪০। `নিভৃতে চোখের জল ফেলে'- কথাটির তাৎপর্যময় অর্থ কী?

(ক) শারীরিক অসুস্থতা (খ) প্রাণীর প্রতি সহানুভূতি

(গ) নিজের অসহায়ত্ব (ঘ) শোষণের শিকার

উত্তর : ২৬। ঘ,  ২৭। ক, ২৮। খ,  ২৯। ঘ, ৩০। ক, ৩১। ঘ,  ৩২। খ,  ৩৩। খ, ৩৪। খ, ৩৫। গ, ৩৬। গ,  ৩৭। ক,  ৩৮। ক, ৩৯। গ, ৪০। খ।

শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ  মতিঝিল, ঢাকা

এমকে