সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ‘গুরুতর ভারসাম্যহীনতার’ বিষয়ে সতর্ক করে দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় কম্পিউটার চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি স্যামসাং। তারা বলেছে, বৈশ্বিক চিপ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে তাদের ব্যবসা। এ কারণে চলতি বছর গ্যালাক্সি নোট স্মার্টফোন লঞ্চিং স্থগিত করা হয়েছে। 

করোনাভাইরাস মহামারীর কারণে অর্থনৈতিকভাবে সচ্ছল হওয়ার চেষ্টা করছে অনেক ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও চীন সরকার উৎপাদনশীলতা বাড়ানোর চেষ্টা করছে। 

স্যামসাংয়ের সহকারী প্রধান নির্বাহী ও মোবাইল বিষয়ক প্রধান কোহ ডং জিন শেয়ারহোল্ডারদের বৈঠকে বলেন, ‘বৈশ্বিক আইটি বিভাগে চিপের চাহিদা ও যোগানের বিষয়ে গুরুতর ভারসাম্যহীনতা রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘বৈশ্বিক সংকটের শতভাগ সমাধান করা যাবে কি না সেটি বলা কঠিন। তবে চাহিদা ফিরিয়ে আনার জন্য বিদেশি অংশীদারদের সঙ্গে কাজ করা হচ্ছে।’ 

অর্ডার বাতিল করা হয়েছে

গত বছর মহামারী শুরু হওয়ার পর থেকে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে এ সংকট শুরু হয়। বিক্রি কম হওয়ার কারণে গাড়ি ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো চীনা কম্পিউটার চিপ তৈরির ফ্যাক্টরিগুলোর অর্ডার বাতিল করে দেয়। এর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এসব ফ্যাক্টরিতে তৈরি চিপের চাহিদা অন্য বিভাগে বেড়ে গেছে। 

ক্ষতি এড়ানোর জন্য ভল্কসওয়াগেন, হোন্ডা, টয়োটা ও জেনারেল মোটরসসহ আরও অনেক গাড়ির উৎপাদন ব্যাহত হয়েছে। 

‘কঠোর পরিশ্রম’

কাউন্টারপয়েন্ট রিসার্চ পার্টনার পিটার রিচার্ডসন বলেন, ‘সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারাররা যোগানের শূন্যতা পূরণে চেষ্টা করে চলেছে। কিন্তু যোগান বাড়ানোর জন্য সময়ের প্রয়োজন।’ 

তিনি আরও বলেন, ‘কয়েকটি পণ্যের সংকট আরও কয়েক মাস চলতে পারে- ধারণা করছি ২০২১ সাল পর্যন্ত এ সংকট থাকবে।’ 

হাই-এন্ড মডেল

কোহ বলেন, ২০২১ সালের মধ্যে স্যামসাং গ্যালাক্সি নোট স্মার্টফোন প্রকাশ করা হবে। হাই-এন্ড মডেল হওয়ার কারণে ‘এটি প্রকাশ হতে বিলম্ব হচ্ছে।’ আরেকটি জনপ্রিয় মডেল স্যামসাং গ্যালাক্সি এস-২১ চলতি বছরের জানুয়ারিতে লঞ্চিং হয়েছে। 

তিনি আরও বলেন, ‘এক বছরে দুটো বড় মডেল প্রকাশ করা কষ্টকর।’ 

কুইল্টার চেভিওট গবেষক বেন ব্যারিংগার বলেন, ‘মহামারীর আগে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা বাড়ার কারণে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অনিশ্চয়তার মুখে ছিলো।’ 

তাইওয়ানের গবেষণা সংস্থা ট্রেন্ডফোর্স বলছে, চিপ সংকটের কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন উৎপাদন ৫ শতাংশ কমে যেতে পারে। 

সূত্র: বিবিসি, ব্লুমবার্গ, বিজনেস ইনসাইডার।

এইচএকে/এএ