চলতি বছরের সেপ্টেম্বরে আসতে পারে নতুন আইফোন। যার ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভাবনা রয়েছে।

এরই মধ্যে নতুন আইফোন সিরিজ নিয়ে নানা রকম তথ্য ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে। জানা যাচ্ছে, অ্যাপল আইফোন ১২ এর আপডেট ভার্সন আইফোন ১৩ নামের পরিবর্তে আইফোন ১২এস নামেও আনতে পারে।

গিজচাইনারের এক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপল নতুন আইফোনের জন্য নতুন টাচ আইডি নিয়ে কাজ করছে। যেটা ফোনের ডিসপ্লেতে থাকবে। সহজ ভাষায় বললে আইফোন ১২এস সিরিজে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যেতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নতুন আইফোন মডেলে আরও ছোট নচ থাকবে। পাশাপাশি ফোনগুলো কমপ্যাক্ট ক্যামেরা মডিউলের সাথে আসবে। এবারও আইফোনের প্রো মডেলে LiDAR সেন্সর দেওয়া হবে।

এদিকে, গিজচাইনা থেকে আইফোন ১২এস প্রোর গোলাপি কালারের রেন্ডার ফাঁস হয়েছে। এই রেন্ডারে দেখা গেছে ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। আগের ভার্সনে তিনটি সেন্সরকে আলাদা ব্লকে দেখা গেলেও আইফোন ১২এস প্রো এর ক্ষেত্রে তিনটি সেন্সর একই ব্লকে দেখা যেতে পারে। যদিও এই রেন্ডার থেকে ফোনের ফ্রন্ট ডিজাইন জানা যায়নি।

টেকগ্যাপ থেকে এএ