সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুক চলতি বছরের মে থেকে ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত নিজেদের প্রধান কার্যালয় খুলে দেয়ার পরিকল্পনা করেছে। করোনা পরিস্থিতি ঠিক হলে মাত্র ১০ শতাংশ কর্মকর্তাকে নিয়ে প্রধান কার্যালয়ে কাজ শুরু করবে তারা।
সোমবার নিজেদের পরিকল্পনার ব্যাপারে জানায় জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি।

করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বের মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। সংক্রমণ এড়ানোর জন্য বিভিন্ন দেশের সরকার লকডাউন ও সাধারণ ছুটি ঘোষণা করে। সে সময় যেসব প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ঘরে বসে কাজ করেছে, সেসব প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম ছিল ফেসবুক। একাধিক সংবাদমাধ্যম বলছে, মেনলো পার্কে প্রধান কার্যালয়ে কাজ শুরু করার পর ফ্রেমন্ট ও সানিভেলে অবস্থিত কার্যালয়ও খুলে দেওয়া হবে। পরিকল্পনা অনুযায়ী ১৭ মে ফ্রেমন্ট ও ২৪ মে সানিভেল কার্যালয়ে পুনরায় কাজ শুরু করবে ফেসবুক

এর আগে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবারও নিজেদের কার্যালয় খুলে দেওয়ার পরিকল্পনার কথা প্রকাশ করেছে। আজ (২৯ মার্চ) থেকে ২০ শতাংশ কর্মকর্তা নিয়ে রাইড শেয়ারিং প্রতিষ্ঠানটি কাজ শুরু করবে। তবে কার্যালয়ে যাওয়ার ব্যাপারে কর্মকর্তাদের বাধ্যবাধকতা থাকবে না বলেও জানিয়েছে তারা।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে প্রথম করোনাভাইরাস শনাক্তের পর থেকে বিশ্বব্যাপী সবকিছু স্থবির হয়ে পড়ে। অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতো ফেসবুকও ঘরে বসে কাজ করতে থাকে। চলতি বছরে করোনা পরিস্থিতি কাটিয়ে উঠলে মেনলো পার্কের প্রধান কার্যালয় খুলে দেওয়া হবে

এইচএকে/এএ