ভারতের বাজারে আসছে শাওমির নতুন ফোন এমআই-১১ আল্ট্রা। চীনের কোম্পানিটি এটিকে ‘সুপারফোন’ হিসেবে অভিহিত করেছে। ফোনটিতে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর, বিশ্বের সবচেয়ে ভালো রিয়ার ক্যামেরা, সেকেন্ডারি ডিসপ্লে ও ৬৭ ওয়াট ফাস্ট ওয়্যারলেস চার্জারসহ একাধিক ফিচার। অন্যদিকে ভারতে এমআই-১১ আল্ট্রার প্রতিদ্বন্দ্বী স্যামসাং গ্যালাক্সি এস-২১-এ এসব ফিচার পাওয়া যাবে না।

প্রাইমারি সেন্সর 

এমআই-১১ আল্ট্রাতে রয়েছে ১/১.১২ সাইজের ৫০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল জিএন ২ প্রাইমারি সেন্সর। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস-২১ আল্ট্রায় রয়েছে ১০৮ মেগাপিক্সেল সেন্সর। তবে এর সাইজ এমআই-১১ আল্ট্রার সাইজ সামান্য ছোট- ১/১.৩৩। এমআই-১১ আল্ট্রায় বড় প্রাইমারি সেন্সর থাকার কারণে ছবির ক্যাপচারে ফোকাস করার পাশাপাশি ইম্প্রুভ লো লাইট পারফর্ম্যান্স ও ডায়নামিক রেঞ্জ অফার করবে। 

আল্ট্রা ওয়াইড সেন্সর 

এমআই-১১ আল্ট্রা স্মার্টফোনে এফ/২.২ অ্যাপার্চারযুক্ত ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে। এর সাইজ ১/২.০ ইঞ্চি। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস-২১ আল্ট্রায় রয়েছে ১২ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেন্সর। এর সাইজ ১/২.৫৫। কম রেজল্যুশন ও ০.৫৫ ইঞ্চি ছোট সেন্সর ব্যবহারের কারণে আল্ট্রা ওয়াইড সেন্সরে শট নেওয়ার সময় অনেক পার্থক্য থাকবে। তবে স্যামসাং এস-২১ আল্ট্রা সফটওয়্যার অপ্টিমাইজেশনের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে। 

পাওয়ারফুল প্রসেসর 

এমআই-১১ আল্ট্রায় স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসর রয়েছে। উল্টোদিকে স্যামসাং গ্যালাক্সি এস-২১ আল্ট্রার ভারতীয় ভ্যারিয়েন্টে রয়েছে এক্সিনস ২১০০ প্রসেসর। বেঞ্চমার্ক প্ল্যাটফর্ম ও বিভিন্ন আর্টিকেল থেকে জানা যায়, এক্সিনস ২১০০ প্রসেসর গত বছরের এক্সিনস ১০৮০-এর তুলনায় অনেক শক্তিশালী হলেও স্ন্যাপড্রাগন ৮৮৮ এর চেয়ে পিছিয়ে রয়েছে। 

দ্রুত ওয়্যার্ড ও ওয়্যারলেস চার্জিং 

স্যামসাং গ্যালাক্সি এস-২১ আল্ট্রা ও এমআই-১১ আল্ট্রা উভয় ফোনই ৫০০০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে এসেছে। কিন্তু স্যামসাং গ্যালাক্সি এস-২১ আল্ট্রায় ২৫ ওয়াট ওয়্যার্ড ও ১৫ ওয়াট কিউআই ওয়্যারলেস চার্জিং সাপোর্ট থাকলেও এমআই-১১ আল্ট্রায় রয়েছে ৬৭ ওয়াট ওয়্যার্ড ও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। 

ব্রাইটনেস ও ডলবি ভিশন সাপোর্ট 

স্যামসাং গ্যালাক্সি এস-২১ আল্ট্রা ও এমআই-১১ আল্ট্রা দুই ফোনেই রয়েছে সুপার অ্যামল্ড ২কে, ১২০ হার্টজ ডিসপ্লে। শাওমির নতুন ফোনে পাওয়া যাবে ১৭০০ নিটস পিক ব্রাইটনেস, ডলবি ভিশন সাপোর্টসহ ৬.৮১ ইঞ্চি ডিসপ্লে। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস-২১ আল্ট্রায় রয়েছে ৬.৮ ইঞ্চি ডিসপ্লে। পিক ব্রাইটনেস ১৫০০ নিটস হলেও ডলবি ভিশন সাপোর্ট এখানে নেই। আর এই কারণে স্যামসাং গ্যালাক্সি এস-২১-এর তুলনায় ব্যবহারকারীরা এমআই-১১ আল্ট্রা কিনতে বেশি আগ্রহী হবে।

এইচএকে/এএ