প্রায় সবার স্মার্টফোনেই গুগল অ্যাকাউন্ট লগ-ইন করা থাকে। এতে ব্যবহারকারীর বহু ব্যক্তিগত তথ্য থাকে। কোনো কারণে স্মার্টফোন হারিয়ে গেলে সব তথ্যই বেহাত হয়ে যায়। অনেকেই বলেন, হারিয়ে যাওয়া স্মার্টফোনে লগ-ইন হওয়া গুগল অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া উচিত। কিন্তু কীভাবে? চলুন জেনে নেওয়া যাক-

প্রথম ধাপ
যেকোনো স্মার্টফোনের ব্রাউজার থেকে গুগল ইন্টারফেস ওপেন করুন। তারপর হারানো স্মার্টফোনের লগ-ইন থাকা অ্যাকাউন্টটি লগ-ইন করুন।

দ্বিতীয় ধাপ
ডান দিক প্রোফাইল ছবি সিলেক্ট করুন এবং ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।

তৃতীয় ধাপ
এবার ‘সিকিউরিটি’ ট্যাব ওপেন করুন এবং ‘ইওর ডিভাইস’ সেকশন থেকে ‘ম্যানেজ ডিভাইস’ অপশন সিলেক্ট করুন।

চতুর্থ ধাপ
হারানো ডিভাইসটি তালিকায় সিলেক্ট করুন। এরপর ‘লগ-আউট’ সিলেক্ট করুন।

পঞ্চম ধাপ
সবার শেষে পপ-আপ মেসেজ ‘কনফার্ম’ করুন। এর মধ্য দিয়ে হারানো স্মার্টফোনে লগ-ইন হওয়া অ্যাকাউন্টটি লগ-আউট হয়ে যাবে।

এইচএকে/আরআর/এএ