মারধরের ঘটনায় চবিতে ছাত্রলীগ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের একাংশ এবং স্থানীয়দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (২২ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেটে ছাত্রলীগের পাঁচ কর্মীকে এলোপাতাড়ি মারধরের জেরে এ ঘটনার সূত্রপাত হয়।
জানা যায়, দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ছাত্রলীগের বিজয় গ্রুপের এক কর্মীর মোটরসাইকেলের সঙ্গে একটি রিকশার ধাক্কা লাগে। ধাক্কায় মোটরসাইকেলের কিছু অংশ ভেঙে যায়। পরে ওই ছাত্রলীগ কর্মী ধাক্কার কারণ জিজ্ঞেস করতে গেলে চালকের সঙ্গে কথা কাটাকাটি হয়।
এ সময় স্থানীয় এক যুবক অহেতুক গালাগাল করতে থাকে। পরে বিজয় গ্রুপের আরও পাঁচ কর্মী বিষয়টি মীমাংসা করতে এলে স্থানীয়দের কয়েকজন তাদের এলোপাতাড়ি মারধর করে। এ সময় রামদা নিয়ে ছাত্রদের গলায় ধরে হুমকিও দেয় স্থানীয়রা। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে বিজয় গ্রুপের জুনিয়র নেতাকর্মীরা জড়ো হয়ে স্থানীয়দের খুঁজতে থাকে। পরে প্রক্টরিয়াল বডি ক্যাম্পাসে অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, ছাত্রদের সঙ্গে স্থানীয়দের সামান্য ঝামেলা হয়েছিল। ছাত্ররা উত্তেজিত হয়ে স্থানীয়দের এলাকায় ডুকে পড়ে। পরে প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানা পুলিশ এসে ছাত্রদেরকে হলে ফিরিয়ে নিয়ে যায়। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
রুমান/আরআই