ববিসাসের নতুন সভাপতি ওবায়দুর, সম্পাদক সাব্বির

Dhaka Post Desk

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

২৪ জুলাই ২০২২, ০৭:০৩ পিএম


ববিসাসের নতুন সভাপতি ওবায়দুর, সম্পাদক সাব্বির

ওবায়দুর রহমান ও সাব্বির আহমেদ

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ২০২২-২৩ বছরের কার্যনির্বাহী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে একুশে টেলিভিশন (অনলাইন) ও বাংলাদেশ পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওবায়দুর রহমান সভাপতি ও দৈনিক নয়া শতাব্দীর সাব্বির আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

রোববার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসির ২য় তলায় বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

সর্বমোট ২৪ ভোটারের মধ্যে ২৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর ২টায় নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি সোহেল রানা (ডেইলি ক্যাম্পাস), যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস (ঢাকা প্রকাশ), সাংগঠনিক সম্পাদক- মাসুম মাহমুদ (শেয়ার বিজ), দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমদাদুল ইসলাম (দৈনিক আমার সংবাদ), কোষাধ্যক্ষ জাকির হোসেন (ক্যাম্পাস লাইভ ২৪) এবং কার্যনির্বাহী সদস্য শহীদুল ইসলাম (নিউজ গার্ডিয়ান), সিদ্দিকুর রহমান (প্রভাত বার্তা), মো. জাহিদ হোসেন (দৈনিক মতবাদ), আসিব হাসান (বাংলাদেশ বার্তা)।

প্রসঙ্গত, বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন শফিকুল ইসলাম, নির্বাচন কমিশনার নবীর হোসেন ও আবু বকর সিদ্দিক শোয়েব। নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় সিটিএসবি, এনএসআই ও পুলিশ সদস্যরা নিয়োজিত ছিলেন।

সৈয়দ মেহেদী হাসান/আরআই

Link copied