ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে ফিলিস্তিনের মুসলমানদের ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞ, নির্যাতন, বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
শুক্রবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পার্ক মোড় হয়ে মর্ডান মোড় ঘুরে এসে বিশ্ববিদ্যালয়ের ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে শিক্ষার্থীদের ‘সেভ গাজা’ ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘উই স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন’, ‘প্যালেস্টাইন হলোকাস্ট’, ‘জেরুজালেম বিলংস টু প্যালেস্টাইন’ ‘ইসরায়েল হটাও, ফিলিস্তিন বাঁচাও’ লেখা সম্বলিত প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।
মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, ইসরায়েলি বর্বরতার শিকার ফিলিস্তিনের লক্ষ লক্ষ মানুষ। তারা স্বাধীনভাবে বেঁচে থাকার সক্ষমতাও হারিয়ে ফেলেছিল। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে সারা বিশ্বের মুসলমানদেরকে তাদের পাশে থাকার আহ্বান জানান শিক্ষার্থীরা।
এ সময় মোয়াজ্জেম হোসেন নামের এক শিক্ষার্থী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ছুটে যেতেন বিপদগ্রস্ত ও অত্যাচারিত মানুষের কাছে। তাদের সহযোগিতায় এগিয়ে আসতেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানাব। এ দেশ থেকে তেমন কিছু না করতে পারলেও সারা বিশ্বের মুসলমানদের আওয়াজ তুলতে অনুরোধ জানাব। এখনো হাজার হাজার ফিলিস্তিনি মানুষ ধ্বংসস্তুপের নিচে রয়েছে। মুসলিম ভাই হিসেবে আমরা তাদের জন্য মাগফেরাত কামনা করবো।
এদিকে বেরোবি পুলিশ প্রশাসন মিছিল ও সমাবেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হতে সহায়তা করে।
শিপন তালুকদার/এমজেইউ