ঢাবিতে শ্রমজীবীদের মাঝে ছাতা-পানি-স্যালাইন বিতরণ গাউসিয়া কমিটির

আন্তর্জাতিক শ্রমিক দিবসে শ্রমজীবী মানুষকে প্রখর রোদ থেকে সাময়িক স্বস্তি দিতে ক্যাপ ছাতা বিতরণ করেছে গাউসিয়া কমিটি। এসময় রিকশাচালক ও শ্রমজীবী মানুষের মাঝে পানি-স্যালাইন ও শরবত বিতরণ করেন তারা।
বুধবার (১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মানবিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
শ্রমিক দিবসে গাউসিয়া কমিটির ভিন্নধর্মী আয়োজনে মুগ্ধ হয়েছেন রিকশাচালক ও শ্রমজীবী মানুষ। তাদের এমন উদ্যোগের প্রশংসা করেন তারা।
আরও পড়ুন
এক রিকশাচালক ঢাকা পোস্টকে বলেন, ঢাকা শহরে কোটিপতির অভাব নেই। কিন্তু তারা গরিব মানুষকে সহায়তা করে না। যাও কিছু করে তা শুধু মানুষকে দেখানোর জন্য। আমরা সকালে বের হওয়ার সময় আশা করি কেউ আমাদের দুটো স্যালাইন দেবে কিন্তু আমরা সেটা পাই না। মাঝেমধ্যে কিছু সংগঠন আমাদের পানি-স্যালাইন বিতরণ করে। আজ ছাতা দেওয়া হয়েছে রোদ থেকে বাঁচার জন্য। পানি-স্যালাইন দেওয়া হয়েছে। এজন্য তাদের ধন্যবাদ জানাই।
গাউসিয়া কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহাদাত হোসেন বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সবসময় শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করা যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ক্যাম্পাসের রিকশাচালক ও হকারদের মধ্যে আমরা ক্যাপ ছাতা, পানি ও খাবার স্যালাইন বিতরণ করে তীব্র গরমের এসময়ের তাদের জন্য একটু স্বস্তির ব্যবস্থা করছি।
কেএইচ/এসএসএইচ