২০১৯ সালের ডাকসু নির্বাচনে কারচুপি অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯ সালে ১১ মার্চ অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনের কারচুপির অনুসন্ধানে নতুন তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষসহ ৭ সদস্যের এ কমিটি গঠনের বিষয়টি জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, ফার্মেসী অনুষদের ডিন, আইন অনুষদের ডিন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রভোস্ট, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তদন্ত)।
আরও পড়ুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯ সালে ১১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু ও হল সংসদ নির্বাচনের কারচুপির অনুসন্ধানে নতুন তদন্ত কমিটি গঠন, জড়িত শিক্ষকদের শাস্তি ও বহিষ্কার, অবৈধ উপায়ে ভর্তি হয়ে ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগের সকল সদস্যদের ডাকসুর সদস্য পদ বাতিলপূর্বক ভুক্তভোগী প্রার্থীদের মূল্যায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং ২২ ডিসেম্বর ২০১৯ তারিখে ডাকসু ভবনে সংঘটিত নৃশংস হামলার ঘটনায় জড়িত অপরাধীদের বিচার দাবি করে ভুক্তভোগী জিএস প্রার্থী মো. রাশেদ খাঁন এবং ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মো. সানাউল্লাহ হক-এর আবেদনের বিষয়টি গত ৯ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি তারিখে অনুষ্ঠিত এসএমটি কমিটির সভায় আলোচনার করা হয়। আলোচনা শেষে বিষয়টির সত্যতা যাচাই করে প্রতিবেদন দেওয়ার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হলো।
তদন্ত কমিটির বিষয়ে ঢাবির প্রক্টর সাইফুদ্দিন আহমদ বলেন, ২০১৯ সালের ডাকসু নির্বাচনে এক ভুক্তভোগী প্রার্থীর আবেদনের প্রেক্ষিতে এই তদন্ত কমিটি আজ অনুমোদন করা হয়েছে।
এর আগে এ বিষয়ে কমিটি করা হলেও তার অগ্রগতি ছিলো না কোনো তাই আবার নতুন করে কমিটি গঠন করা হয়েছে।
কেএইচ/এমএসএ