চাকসু নির্বাচনে আব্দুর রশিদ ছাত্রাবাসে ভিপি-এজিএস পদে এগিয়ে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসের ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ভিপি ও এজিএস পদে ছাত্রদলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। ভিপি পদে ছাত্রদলের সাজ্জাদ হোসেন হৃদয় এবং এজিএস পদে আইয়ুবুর রহমান তৌফিক সবচেয়ে বেশি ভোট পেয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ৮টায় এই ফলাফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফলাফলে দেখা গেছে, শিল্পী আব্দুর রশিদ ছাত্রাবাসে মোট ১২৪টি ভোট পড়েছে। এর মধ্যে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় পেয়েছেন ৩৪ ভোট, আর ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ২৭ ভোট।
আরও পড়ুন
জিএস পদে ছাত্রদলের মো. শাফায়াত হোসেন পেয়েছেন ১৪ ভোট এবং ছাত্রশিবিরের সাঈদ বিন হাবিব পেয়েছেন ২৮ ভোট। অন্যদিকে, এজিএস পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৩৮ ভোট এবং ছাত্রশিবিরের সাজ্জাদ হোসেন মুন্না পেয়েছেন ১১ ভোট।
আজ সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ব্যবহার করা হয়েছে ওএমআর পদ্ধতি। ভোট গণনার ফলাফল সরাসরি দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে। এ জন্য স্থাপন করা হয়েছে ১৪টি এলইডি স্ক্রিন।
চলমান এই নির্বাচনে চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন আরও ৪৯৩ জন। মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।
আতিকুর রহমান/এআরবি