বেরোবিতে মহান বিজয় দিবস উদযাপন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯টায় বিশ্ববদ্যালেয়ের উপাচার্য অধ্যাপক ড. হাসিবুর রশীদ জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে বিজয় দিবস পালনের কর্মসূচি শুরু করেন।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপাচার্য অধ্যপক ড. হাসিবুর রশীদ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সরিফা সালোয়া ডিনা। এরপর বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, বেরোবি শাখা ছাত্রলীগ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও পৃথকভাবে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ ছাড়াও বিকেলে মহান বিজয় দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভা ও সন্ধ্যায় ক্যাম্পাসে আতশবাজি ও ফানুস উড়ানোর আয়োজন করা হয়েছে।
এর আগে গতকাল ১৫ই আগস্ট ক্যাম্পাসের মূল ফটক, কৃষ্ণচূড়া সড়ক, স্বাধীনতা স্মারক, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন, ভিসি বাংলো ও শিক্ষার্থীদের আবাসিক হল সাজানো হয়েছে। গাছে গাছে বসানো হয়েছে রঙিন বাতি। ক্যাম্পাসে মনকাড়া এমন আলোকসজ্জায় মুগ্ধ সবাই।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী রওশন আলম বলেন, সন্ধ্যায় ক্যাম্পাসে ঘুরতে এসে ক্যাম্পাসের সৌন্দর্য দেখে আমি মুগ্ধ।
শিপন তালুকদার/আরআই