চবির বাংলা বিভাগের ২৬ ব্যাচের পুনর্মিলনী

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, চবি

০৭ জানুয়ারি ২০২২, ০৯:৩২ পিএম


চবির বাংলা বিভাগের ২৬ ব্যাচের পুনর্মিলনী

'এসো আরেকবার হারায়, প্রিয় ক্যাম্পাসের সবুজ ছায়ায়' স্লোগানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা ২৬তম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) সকাল ১০টায় র‍্যালি-অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়ে পরবর্তীতে চবি সমাজ বিজ্ঞান অনুষদে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মধ্যহ্নভোজের পর স্মৃতিচারণ ও সাংস্কৃতিক পর্বের মাধ্যমে সম্পন্ন হয় পুনর্মিলনী অনুষ্ঠান। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের সাবেক শিক্ষক ড. শামসুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একই বিভাগের সাবেক শিক্ষক আবুল কাশেম ও শিপ্রা দস্তিদার। জাভেদ ইকবাল খানের উপস্থাপনায় করেন আরও বক্তব্য দেন মিলনমেলার সমন্বয়ক মোহাম্মদ সেলিম ও সৈয়দ তসলিম নেওয়াজ।

দীর্ঘদিন পর প্রিয় বন্ধুদের সাথে দেখা হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন সবাই। বিকেলে স্মৃতিচারণে ক্যাম্পাসে কাটানো সময়ের বর্ণনা করেন অনেকেই। স্মৃতিচারণ করেন তারিক সাইদ হারুন, গৌতম চক্রবর্তী, কামরুল আলম চৌধুরী, রফিকুল ইসলাম ও শাহেদ সিদ্দিকী প্রমুখ৷

রুমান/আরআই

Link copied