ভোর চারটায় শাবিতে সস্ত্রীক হাজির ড. জাফর ইকবাল

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

শাবিপ্রবি

২৬ জানুয়ারি ২০২২, ০৪:১০ এএম


ভোর চারটায় শাবিতে সস্ত্রীক হাজির ড. জাফর ইকবাল

শাবি ক্যাম্পাসে সস্ত্রীক হাজির ড. জাফর ইকবাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে বলতে বুধবার ভোর চারটার কিছুক্ষণ আগে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। সঙ্গে ছিলেন তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. ইয়াসমিন হক।

ক্যাম্পাসে এসে ড. মুহম্মদ জাফর ইকবাল অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। 

এর আগে মঙ্গলবার রাত ৯টার দিকে ড. মুহম্মদ জাফর ইকবাল সিলেটের উদ্দেশে রওনা হন বলে নিশ্চিত করেন তার ব্যক্তিগত সহকারী মুহাম্মদ জয়নাল আবেদীন।

গত কয়েকদিন ধরে শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন। এ নিয়ে গত ২১ জানুয়ারি একটি কলাম লিখেছিলেন ড. জাফর ইকবাল।

জুবায়েদুল হক রবিন/আরএইচ

Link copied