ইবির তৃতীয় মেধা তালিকা প্রকাশ, সাক্ষাৎকার ৬ ফেব্রুয়ারি

Dhaka Post Desk

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, ইবি

০৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৯ এএম


ইবির তৃতীয় মেধা তালিকা প্রকাশ, সাক্ষাৎকার ৬ ফেব্রুয়ারি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছুদের তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ৬ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট ইউনিট কার্যালয়ে অনুষ্ঠিত হবে। এ তালিকার মধ্যে ‘এ’ ইউনিটে ৭৬৪ জন, ‘বি’ ইউনিটে ৩৬৩ জন এবং ‘সি’ ইউনিটে ২৮৫ জন ভর্তিচ্ছু স্থান পেয়েছেন।

বৃহস্পতিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশবিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন খালি রয়েছে ১৪৭৫টি।

‘বি’ ইউনিটের সমন্বয়ক ড. দেবাশীষ শার্মা বলেন, তৃতীয় মেধা তালিকার ভর্তি শেষে আসন খালি থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আগের নিয়মে ভর্তি পরীক্ষায় ভালো ছিল। এতে শিক্ষার্থীদের ভোগান্তি কম হতো। আবার ভর্তিচ্ছু সংকটেও পড়তে হতো না।

প্রসঙ্গত, ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (iu.ac.bd) থেকে জানা যাবে।

রাকিব হোসেন/এসপি

Link copied