আমরা সবাই ফাউন্ডেশন স্কুলের পথশিশুদের শিক্ষাসামগ্রী প্রদান

রাজধানীর মোহাম্মদপুরে আমরা সবাই ফাউন্ডেশন স্কুলের সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে।
বুধবার (০২ মার্চ) রোটারি ক্লাব অব কাকরাইল এসব শিশুদের স্কুলব্যাগ, পেন্সিল, রাবার, টিশার্ট, বিশুদ্ধ পানির ফিল্টার, মাদুর ও মাস্ক প্রদান করে।
এ সময় রোটারি ক্লাব অব কাকরাইলের সভাপতি প্রণিতা সরকার, পিপি উত্তম ভৌমিক,তপন কুমার ফৌজদার, কাকরাইল ক্লাবের সভাপতি নমিনী, যুবলীগের উপ আইটি সম্পাদক এন আই আহমেদ সৈকত, ফাউন্ডেশনের পরিচালক জাহাঙ্গীর আলম স্বপন, জয়িতা ফাহমিদা মনি, ধানমন্ডি শাখার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র ভিপি রোকসানা আক্তার আলো, ইডেন মহিলা কলেজের অ্যাসিসট্যান্ট প্রফেসর রোটারিয়ান দিল আফরোজ মৌসুম, রোটারিয়ান আবুল হাসনাত প্রমুখ উপস্থিত ছিলেন।
আরএআর