বরিশালে সাংবাদিক অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণ চেষ্টার ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও অপরাধীদের আইনের আওতায় নিয়ে না আসায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করা হয়েছে বরিশালে। মুক্তমনা লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বৃহস্পতিবার (২ জুন) দুপুরে বরিশাল অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।
সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সরকারি ব্রজমোহন কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আল আমিন সারওয়ার, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী, ছড়াকার শুভঙ্কর চক্রবর্তী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাংবাদিক সুশান্ত ঘোষ, বিধান সরকার প্রমূখ।
মানববন্ধনে এস এম জাকির হোসেন বলেন, সংবাদ প্রকাশের জেরে অপুর ওপর হামলা ন্যাক্কারজনক। আমরা সাংবাদিকরা এমন ঘটনায় চিন্তিত। অপুর মতো সাংবাদিকের ওপর দিনে-দুপুরে এমন হামলা মেনে নেওয়া কষ্টকর। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ বলেন, সাংবাদিক অপু জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংস্কৃতিকর্মী। সাংবাদিকতায় তার সুনাম সর্বত্র। তার ওপর এমন হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সামিল।
সাংবাদিক সৈয়দ মেহেদী হাসানের সঞ্চালনায় কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে নিউজ এডিটরস কাউন্সিল, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাবুগঞ্জ প্রেসক্লাব, সাংস্কৃতিক সংগঠন উত্তরণ, গণ শিল্পী সংস্থা, সম্মিলিত সামাজিক আন্দোলন, ছাত্রফ্রন্ট জেলা শাখা।
এর আগে সকাল সাড়ে ১০টায় বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মানবনন্ধন কর্মসূচি পালন করে। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক নবীর হোসেন জয়, সদস্য আবু বকর সিদ্দিক শোয়েব, জাকির হোসেন, দেবাশিস দাস, সিদ্দিকুর রহমান, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির আহমেদ।
প্রসঙ্গত, ২৯ মে বিকেল সাড়ে ৩টায় সময় টিভির বরিশাল অফিসে যাওয়ার পথে অপূর্ব অপুকে অপহরণচেষ্টা চালায় একদল সন্ত্রাসী। সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করা গেলেও এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় পরের দিন কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সৈয়দ মেহেদী হাসান/আরআই