ধরলা নদীতে ভেসে এলো যুবকের লাশ

কুড়িগ্রামে ধরলা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ ফেব্রুয়ারি) সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, সকালে ব্রিজের নিচে মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় তারা। তবে তারা মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেননি।
কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার জানান, খবর পাওয়ার পর পুলিশ পাঠানো হয়েছে। তারা মরদেহ উদ্ধার করছে। তাৎক্ষণিকভাবে নাম পরিচয় পাওয়া যায়নি। বিস্তারিত এখনও জানা যায়নি।
জুয়েল রানা/এসপি