হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আরও একজনের মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচংয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইদ্রিছ আলী (৬৫) নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় টেঁটাবিদ্ধ অবস্থায় তাকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ইদ্রিছ আলী উপজেলার সুজাতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের মৃত ওয়াছিদ মিয়ার ছেলে। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় দুইজনের মৃত্যু হলো। নিহত অপরজন হলেন- একই গ্রামের রাজধরন মিয়ার ছেলে নুরুল হক (৫৫)।
এদিকে দুই পক্ষের সংঘর্ষে দুইজনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার এড়াতে পুরুষ শূন্য হয়ে পড়েছে গাজীপুর গ্রাম। অনেকেই গা ঢাকা দিয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
পুলিশ জানায়, বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আলাই মিয়ার সঙ্গে একই গ্রামের শফিক মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রোববার দুপুর ২টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে নুরুল হকসহ উভয়পক্ষের ১১ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নুরুল হককে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে সন্ধ্যার দিকে অপর আহত ইদ্রিছ আলীকে টেঁটাবিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতলের আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ জানান, সোমবার (২১ ডিসেম্বর) ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বলেন, সংঘর্ষে দুই পক্ষের দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। তবে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।
আরএআর