মুন্সিগঞ্জে আগুনে পুড়ল ৬০ কোটি টাকার মেশিন ও কাঁচামাল

মুন্সিগঞ্জ বিসিক শিল্পনগরীতে অগ্নিকাণ্ডে ‘হেনা ফিসিং নেট’ নামের একটি জালের কারখানা অগ্নিকাণ্ডে পুড়ে গেছে। পরে সকাল সাতটার দিকে মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
রোববার (২৮ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে সদর উপজেলার পঞ্চসার এলাকায় বিসিক শিল্প নগরীতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ ঘটনায় কোনো হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত কারখানার মালামাল ও যন্ত্রাংশসহ আনুমানিক ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মালিকপক্ষ।
এদিকে খবর পেয়ে আগুন নেভানোর কার্যক্রমে এসে আবু ইউসুফ নামের এক ফায়ার সার্ভিসকর্মী আহত হয়েছেন। তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ভোর রাতে হঠাৎ ওই কারখানায় আগুন লেগে যায়। সে সময় ভেতরে শ্রমিকরা কর্মরত ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা বের হতে পারায় কোনো হতাহত হয়নি।
কারখানার ম্যানেজার চান মিয়া ঢাকা পোস্টকে বলেন, কীভাবে আগুন লাগল, তা বুঝতে পারিনি। আগুনে কারখানাটির মেশিন ও জাল তৈরির কাঁচামালসহ ৬০ কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবু বক্কর জামাল ঢাকা পোস্টকে জানান, আগুনের খবর পেয়ে ৪টা ৪০ মিনিটের দিকে আমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। পরে আরও দুটি ইউনিট যুক্ত করা হয়। সকাল সাতটায় দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির সঠিক হিসাবও নির্ধারণ করা যায়নি এখনো।
ব.ম শামীম/এনএ