চুরি করা তেল বিক্রি করতে গিয়ে ধরা পড়লেন বেরোবির ৩ কর্মচারী

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বাস থেকে চুরি করা তেল বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন তিন কর্মচারী। পরে তাদের তিনজনকে সাময়িক বরখাস্ত হয়েছে। তারা হলেন, বাসচালক আজিজুর রহমান, উবাদুল ইসলাম ও সহকারী চালক মিলন কুমার দাস।
সোমবার (১৭ অক্টোবর) বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার আলমগীর চৌধুরী।
তিনি আরও জানান, গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের বাস থেকে ২৭ লিটার তেল সরিয়ে বিক্রির উদ্দেশ্যে মডার্ন মোড় সংলগ্ন একটি তেলের দোকানে যান ওই তিন কর্মচারী। বিক্রি করার সময় সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করে টহল পুলিশ। পরে তাদের আটক করে বিশ্ববিদ্যালয় প্রসাশনকে জানায়।
এ বিষয়ে রেজিস্ট্রার আলমগীর চৌধুরী বলেন, অভিযুক্ত তিনজন কর্মচারীর চুরির ঘটনাটি প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমরা সাময়িক বরখাস্ত করেছি।
এ বিষয়ে জানতে চাইলে দোকানের মালিক গুলজার বলেন, কাল রাতে দুইটা লোক এসেছিল। আমরা তাদের চিনি না। কালই প্রথম আমাদের দোকানে এসেছিল। তাদের আমরা বলে দেই, তেল নেব না। তখন কম দামে তেল বিক্রির কথা বলে তেল রেখে চলে যায় এবং পরে টাকা নেওয়ার কথা বলে।
অভিযুক্ত কর্মচারী মিলন কুমার দাস বলেন, আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। আমি ওই স্থানে পরে গিয়েছিলাম তারপর জানতে পারি।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস