খুলনায় 'গায়েবি' মামলা বন্ধের দাবি বিএনপির, ৩ দিনে গ্রেপ্তার ৫৫

খুলনায় বিশেষ অভিযানের নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিএনপির নেতাকর্মীদের বাড়িতে তল্লাশি, গ্রেপ্তার, হয়রানি করছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতারা। গত তিন দিনে খুলনা মহানগর থেকে ৫৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও তারা জানান। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাতে খুলনা মহানগর ও জেলা বিএনপির এক যৌথ বিবৃতিতে এসব অভিযোগ করা হয়।
বিবৃতিতে বিএনপির নেতারা বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিশেষ অভিযানের নামে আইনশৃঙ্খলা বাহিনী গত তিন দিনে বিএনপির ৫৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। নগরীর বিভিন্ন থানায় নাশকতার অভিযোগে বিস্ফোরক আইনে গায়েবি মামলা দেওয়া হচ্ছে। অথচ কোথাও কেউ ককটেলের আওয়াজ পাচ্ছে না, নাশকতার ঘটনা দেখতে পাচ্ছে না। এদিকে গ্রেপ্তার আতঙ্কে ঘরছাড়া বিএনপি নেতাকর্মীরা।
বিএনপির নেতারা অভিযোগ করে বলেন, খুলনায় বিশেষ অভিযানের নামে রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার, হয়রানি, বাড়িতে তল্লাশি, গ্রেপ্তারের ভয় দেখিয়ে অর্থবাণিজ্য করা হচ্ছে। পরিবারের নারী ও শিশুদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে। থানায় গ্রেপ্তারকৃতদের যে খাবার দিতে যাচ্ছে তাকেই গ্রেপ্তার করা হচ্ছে, যা সাধারণ মানুষের মৌলিক অধিকার হরণের শামিল।
অবিলম্বে সকল গায়েবি, মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের বন্ধ ও নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হয়রানি বন্ধসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির নেতারা।
বিবৃতিদাতারা হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সদস্য রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীম এজাজ খান, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী।
মোহাম্মদ মিলন/এমজেইউ