ঝিনাইদহে আ.লীগ কার্যালয়ে ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সকালে জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহরের পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সদর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য দেন।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঝিনাইদহেও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে বিএনপি এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা ধারণা করছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঢাকা পোস্টকে বলেন, হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে দ্রুত তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা হবে।
এর আগে, বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ২টার দিকে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের পেছনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পৌঁছে পড়ে থাকা আরও পাঁচটি ককটেল উদ্ধার করে পুলিশ। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আব্দুল্লাহ আল মামুন/এমজেইউ