‘পুলিশের কম্বলটা প্যায়া খুব উপকার হইল হামার’

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

১৪ জানুয়ারি ২০২৩, ০৯:০৩ এএম


‘পুলিশের কম্বলটা প্যায়া খুব উপকার হইল হামার’

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন চরে বসবাসরত ২৫০ পরিবারকে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার, টিআই (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত আবু সাইদ, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য প্রমুখ।

সদরের যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের মাঝে চর ভগবতিপুরে জেলা পুলিশের দেওয়া কম্বল পেয়ে খুশিতে আত্মহারা শতবর্ষী বৃদ্ধা জৈনাকি বেগম বলেন, হামার নেপও নাই, তোষকও নাই। কম্বল প্যায়া খুব উপকার হইল হামার। আজ খুব খুশি নাগতেছে।

dhakapost

ওই ইউনিয়নের চর পার্বতীপুর গ্রামের কৃষক মোহাম্মদ আলী বলেন, এই ঠান্ডার দিনত চরে খুব জার। ঠান্ডাত কাজ কামোও নাই, কম্বোল কিনবারো পাই না। কেউ চরোত কম্বোল দিবারো আইসে না, এই প্রথম মুই কম্বোল পানু।

কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) আল আসাদ মো. মাহফুজুল ইসলাম বলেন, জেলা পুলিশ সব সময় কুড়িগ্রামের নাগরিকদের বিশেষ করে প্রত্যন্ত চরের পিছিয়ে পড়া নাগরিকদের কম্বল বিতরণ করার মাধ্যমে তাদের শীত কিছুটা নিবারণের আপ্রাণ চেষ্টা অব্যাহত রেখেছে।

তিনি আরও জানান, সদর কেন্দ্রিক নয়, সকল থানা অধিক্ষেত্রের চর সমূহে এ পর্যন্ত প্রায় ১৫০০ মানুষকে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ কম্বল বিতরণ করা হয়েছে। এ কার্যক্রম জেলা পুলিশ ধারাবাহিকভাবে চালিয়ে যাবে।

জুয়েল রানা/আরকে 

Link copied