চাঁপাইনবাবগঞ্জে ৬১ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

Dhaka Post Desk

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৪৪ এএম


চাঁপাইনবাবগঞ্জে ৬১ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে ৬১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৬১৮ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র‍্যাব)। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের হায়াত মোড়ের পশ্চিমে হলি মিশন অ্যাকাডেমি সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তির নাম মো. তাজেমুল হক (২৬)। তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদুর্গাপুর গ্রামের মো. কবুল হকের ছেলে। শুক্রবার মধ্যরাতে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি অপারেশন দল অভিযান চালিয়ে ৬১৮ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী তাজেমুল হককে আটক করে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে আটককৃত তাজেমুল।

মাদক ব্যবসায়ীকে আটকের এই অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানি উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

জাহাঙ্গীর আলম/টিএম

Link copied