নিঃস্ব পরিবারকে জেলা প্রশাসনের ৫ হাজার টাকা সহায়তা

জমি বন্ধক রেখে ছেলের চিকিৎসা করেও তাকে বাঁচাতে না পারা নিঃস্ব সেই পরিবারকে আর্থিকভাবে সহায়তা করেছে পিরোজপুর জেলা প্রশাসন। রোববার (২১ মে) দুপুরে জেলা প্রশাসক মোহম্মদ জাহেদুর রহমানের পক্ষে সেই পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইকবাল কবির।
পিরোজপুর সদর উপজেলার ১নং শিকদার মল্লিক ইউনিয়নের শিকদার মল্লিক গ্রামের বাসিন্দা স্বপন কুমার মিস্ত্রি। বড় ছেলে সুমন কুমার মিস্ত্রি (৩০) বিয়ে করেছেন বছর ৩ আগে। কাজ করতেন নারায়ণগঞ্জের একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে। শারীরিক অসুস্থতার কারণে চাকরি ছেড়ে ফিরেছিলেন বাড়িতে। অসুস্থতার এক পর্যায়ে সুমনের শরীরে ধরা পরে মরণব্যাধি প্রস্টেট ক্যান্সার। সেই থেকেই সব কিছু ভুলে নিজেদের সবটুকু সামর্থ্য দিয়ে খুলনা, ঢাকা ও কলকাতাসহ বিভিন্নস্থানে ছেলের চিকিৎসা করিয়েছেন কৃষক বাবা স্বপন কুমার মিস্ত্রি। তবুও বাঁচাতে পারেননি ছেলেকে।
এর আগে গত (২ মে) "জমি বন্ধক রেখেও বাঁচাতে পারেননি ছেলেকে, ঋণের বোঝায় নিঃস্ব পরিবার" শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় জনপ্রিয় অনলাইন পোর্টাল ঢাকা পোস্টে। বিষয়টি নজরে আসলে ঢাকা পোস্টের স্থানীয় প্রতিনিধির মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করে জেলা প্রশাসন। পরে রোববার দুপুরে জেলা সমাজসেবা কার্যালয় মিলনায়তনে ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সুমন কুমার মিস্ত্রির বাবা স্বপন কুমার মিস্ত্রির কাছে ৫ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। এছাড়াও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকেও বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক।
সহযোগিতা পাওয়া স্বপন কুমার মিস্ত্রি বলেন, ছেলের চিকিৎসা করাতে করাতে সব বন্ধক হয়ে গিয়েছে। তাও ছেলেটাকে অসময়ে হারিয়ে ফেলেছি। এখন যতটুকু সহযোগিতা পাওয়া যায়, এতোটুকুই আমাদের জন্য অনেকটা পাওয়া। ধন্যবাদ জেলা প্রশাসন ও ঢাকা পোস্টকে।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ইকবাল কবির বলেন, জেলা প্রশাসক স্যার আর্থিক সহযোগিতা প্রদান করার জন্য আমাদের বলেছেন। আজ দুপুরে সুমনের বাবা জেলা সমাজসেবা কার্যালয় থেকে আর্থিক সহযোগিতা গ্রহণ করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, আমরা ঢাকা পোস্টের সংবাদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে আর্থিক সহযোগিতা পরিবারের কাছে পৌঁছে দিয়েছি। এছাড়া কৃষি ক্ষেত্রেও তাদের সহযোগিতার চিন্তাভাবনা রয়েছে।
আবীর হাসান/আরকে