বরিশাল পুলিশ সুপার কার্যালয়ের উদ্বোধন আইজিপির

বরিশাল জেলা পুলিশ সুপারের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।
সোমবার (৭ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে বরিশাল নগরের আলেকান্দা-পলিটেকনিক সড়কে তিনতলা ভবনের উদ্বোধন করেন তিনি।
আইজিপিকে প্রথমে বিউগলের সুরে আগমনী স্যালুট দেয়া হয়। পরে ভবনের ফলক উন্মোচন ও বেলুন ওড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ড. বেনজীর আহমেদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। তবে তিনি গণমাধ্যমে কোনো বক্তব্য দেননি।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার, রেঞ্জ ডিআইজি মো. শফিকুল ইসলাম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, র্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলামসহ আরও অনেকে।
এসপি