জমির জন্য মাকে হত্যা, ২ সন্তানসহ পুত্রবধূদের যাবজ্জীবন

ছোট ভাইকে জমি লিখে দিয়েছিল মা। তাই ক্ষিপ্ত হয়ে ২০০৮ সালে ৭ জুলাই মাকে পরিকল্পনা করে হত্যা করে দুই ভাই ও তাদের স্ত্রীরা। সেই ঘটনায় ছোট ভাইয়ের করা মামলায় বড় দুই ভাই ও তাদের স্ত্রীদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
বগুড়ার শিবগঞ্জে ২০০৮ সালে মা জহুরা হত্যাকাণ্ডের মামলায় এ আদেশ দেন বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) বিচারক বেগম ইসরাত জাহান।
বুধবার (৩১ মার্চ) দুপুরে এ রায় প্রদান করা হয়। রায়ে দণ্ডপ্রাপ্তদের ২০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও প্রদান করেন তিনি।
দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার শিবগঞ্জ উপজেলার তালিবপুর নয়াপাড়ার নিহত মা জহুরার বড় ছেলে জহির উদ্দিন (৪৫) ও তার স্ত্রী রেহানা বিবি (৪০), ছোট ছেলে ইয়াছিন আলী (৪২) ও তার স্ত্রী মোছা. রহিমা বিবি (৩৫)
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি নাসিমুল করিম হলি জানান, জেলার শিবগঞ্জ উপজেলার তালিবপুর (নয়াপাড়া) গ্রামের বাসিন্দা জহুরার তিন ছেলে। তিন ছেলের মধ্যে ছোট ছেলে জসিম উদ্দিনকে ৪০ শতক জমি লিখে দেয়। জমি লিখে দেওয়ার ঘটনায় অপর দুই ভাই জহির উদ্দিন তার স্ত্রী রেহানা বিবি, ইয়াছিন আলী ও মোছা. রহিমা বিবি ক্ষিপ্ত হন। এরপর গত ২০০৮ সালের ৭ জুলাই নিজেদের মা জহুরা বিবিকে হত্যার পর বাড়ির পাশের একটি পতিত জমিতে মরদেহ ফেলে রেখে যায়। ওই দিন সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানা পুলিশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসাপাতালে পাঠানো হয়।
মাকে হত্যার দায়ে ছোট ছেলে জসিম বাদী হয়ে তার আপন দুই বড় ভাই ও দুই ভাবিকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
সেই মামলা তদন্ত করে ২০০৮ সালের ১৯ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন তৎকালীন শিবগঞ্জ থানা পুলিশের তদন্ত কর্মকর্তা। মামলায় দুই ভাই ও তাদের দুই বউকে অভিযুক্ত করা হয়। পরে মামলার রায়ে দুই ভাই ও তাদের দুই বউয়ের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক। এছাড়া তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে বিনাশ্রম আরও ৬ মাসের সাজা প্রদান করেন।
সাখাওয়াত হোসেন জনি/এমএএস