যুবককে কুপিয়ে হত্যা : মারা গেলেন তার বন্ধুও

সিরাজগঞ্জের বাগবাটিতে আলামিন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় তার সঙ্গে থাকা বন্ধু আমিন শেখকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। শুক্রবার (২০ অক্টোবর) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বন্ধু আল আমিন শেখেরও মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
নিহত আমিন শেখ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামের ঠান্ডু শেখের ছেলে। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ইছামতী গ্রামে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে নিহত হন তার বন্ধু আলামিন। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আমি শুনেছি ওই ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, রাতে আলামিন তার বন্ধু আমিন শেখকে সঙ্গে নিয়ে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। ধারালো অস্ত্রে দিয়ে কুপিয়ে তাদের গুরুতর আহত করে। এতে ঘটনাস্থলে আলামিন নিহত ও তার বন্ধু আমিন শেখ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আমিন শেখকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। আজ শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঢাকা পোস্টকে, হামলার পর গতকাল রাতেই মারা যাওয়া আলামিনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও বলেন, একই ঘটনায় গুরুতর আহত হন আমিন শেখ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছিল। শুনেছি সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শামীমুল ইসলাম বলেন, একজনকে এখানে মৃত অবস্থায় আনা হয়। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা পাঠানো হয়। তাদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল।
শুভ কুমার ঘোষ/আরকে