হেফাজতের চার নেতা ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে মামুনুল হকের অবরুদ্ধ হওয়াকে কেন্দ্র করে ভাঙচুরের ঘটনায় করা মামলায় গ্রেফতার হেফাজতের চার নেতার তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১২ এপ্রিল) বিকেলে তাদের আদালতে হাজির করলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সোনারগাঁও থানায় পুলিশের দুটি মামলায় চারজনের সাতদিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত এক মামলায় প্রত্যেককে একদিন ও আরেক মামলায় প্রত্যেককে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন। মূলত দুটি মামলায় প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।
তারা হলেন সোনারগাঁ উপজেলা হেফাজতে ইসলামের আমির মহিউদ্দিন (৫০), সহসভাপতি মোয়াজ্জেম হোসেন (৪৯), সেক্রেটারি শাহজাহান শিবলী (৪৩) ও সোনারগাঁ উপজেলা খেলাফত মজলিশের সভাপতি ইকবাল হোসেন (৫০)।
রোববার সন্ধ্যায় ঢাকার জুরাইন রেললাইন এলাকায় অভিযান চালিয়ে ওই চার নেতাকে গ্রেফতার করে র্যাব-১১। সোমবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে তাদের হস্তান্তর করা হয়।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম বলেন, সকালে চারজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে র্যাব। তারা সবাই সোনারগাঁ থানায় পুলিশের করা মামলায় এজাহারনামীয় আসামি। এর মধ্যে মামলার প্রধান আসামিও আছেন। এই চারজন ওই ঘটনার নেতৃত্বদানকারী।
তিনি আরও বলেন, সাত দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়। তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হেফাজতে ইসলামের আরও সাত কর্মীকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তারা হলেন উপজেলার দামোদরদী গ্রামের বাসিন্দা সানাউল্লাহ নুরী ও তার ছেলে আবুবক্কর সিদ্দিক, ইব্রাহিম খলিল, হাসান মিয়া, ওসমান গণি, আলী আহম্মদ ও হাবিবুর রহমান।
সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) ইয়াউর রহমান বলেন, রয়েল রিসোর্টে ভাঙচুরের ঘটনায় তারা জড়িত। এজন্য তাদের গ্রেফতার করা হয়েছে।
৩ এপ্রিল রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক নারীসহ ঘেরাও হওয়ার পরবর্তী সময় ভাঙচুর পুলিশের ওপর হামলার ঘটনায় এ পর্যন্ত সাতটি মামলা হয়েছে। এসব মামলায় সোমবার রাত পর্যন্ত ৬৭ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সাতটি মামলার মধ্যে দুই মামলার প্রধান আসামি মামুনুল হক।
শেখ-ফরিদ/এএম