যশোরে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যা

যশোরের মনিরামপুরে তৃতীয় লিঙ্গের একজনকে গলা কেটে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৮ জুন) রাত ৮টার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের মাছনা মহল পাড়া থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মোছা. মংগলী ওরফে পলি (৩৩) মাছনা গাজীপাড়া গ্রামের মৃত খালেক গাজীর সন্তান।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার (২৭ জুন) রাত ৮টার দিকে পলি বাইরের কাজ শেষে বাসায় প্রবেশ করেন। শুক্রবার রাত ৮টার দিকে পাশের বাড়ির ছুরা খাতুন বাড়ির বাইরে থেকে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে পার্শ্ববতী প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা বিষয়টি মনিরামপুর থানা পুলিশকে খবর দিলে মনিরামপুর থানা পুলিশ এসে পলির ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তার হাত বাঁধা ও গলাকাটা অবস্থায় দেখতে পায়। নিহত পলির পৈত্রিক বাড়ি একই ইউনিয়নের ঘুঘুদাহ গ্রামে। তিনি হিজড়া হওয়ার পর থেকে গত ১০-১২ বছর পূর্বে মাছনা মহল পাড়ায় জমি কিনে বাড়ি নির্মাণ করে একা বসবাস করে আসছিলেন। পূর্ব শত্রুতার জেরে একা থাকার সুযোগে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটাতে পারে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ ঢাকা পোস্টকে বলেন, তৃতীয় লিঙ্গের পলি নামে একজন খুন হয়েছেন। তার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ থানায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে হিজড়া সম্প্রদায়ের সঙ্গে কথা বলে পরে বিস্তারিত জানানো যাবে।
এ্যান্টনি দাস অপু/এসকেডি